কারণ বিটকয়েন ব্লকচেইনের নিয়ন্ত্রণ ব্যবস্থা শুধু মাত্র সাতোশীর হাতেই আবদ্ধ।
আপনাকে কে বললো এই কথা ভাই? সাতোশি যে এক যুগের বেশি সময় ধরে নিখোজ, বা ইচ্ছে করেই গায়েব হয়ে গেছে, তবে এখন বিটকয়েন এর ব্লকচেইন কে নিয়ন্ত্রন করে? আসল ব্যাপার হলো, বিটকয়েনের ব্লকচেইনের নিয়ন্ত্রন কারো হাতেই নেই। এটা একটা ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন। এই ব্লকচেইনে কোনো প্রকার চেঞ্জ আনতে হলে, প্রথমত সেটা কমিউনিটিতে উপস্থাপন করতে হবে। বিটকয়েন ডেভেলপাররা সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে এবং মাইনার এবং বিটকয়েন ইউজার বেইজ এর মতামত নিবে এবং সবাই একমত হতে চেষ্টা করবে। এটা অনেকটা সংসদীয় সিস্টেম। এখানে বেশিরভাগ মত যদি একটা চেঞ্জ এর পক্ষে আশে, তখনই কেবল সেই চেঞ্জ ব্লকচেইনে ডিপ্লয় করা হয়।
অনেকেই বলে সাতোশি যদি একটিভ হয় এবং তার সমস্ত বিটকয়েন যদি মার্কেটে তোলে তাহলে বিটকয়েনের ব্যাপক প্রভাব পড়বে। আবার অনেকেই বলে কোন প্রোজেক্টের মালিক যদি মার্কেটে দৃশ্যমান সেই প্রজেক্ট বলে সেন্টালাইজড হয়ে যায় সে ক্ষেত্রে যদি সাতোশি মানুষের প্রত্যক্ষদর্শী হয়ে পড়ে তাহলে অবশ্যই বিটকয়েন Decentralised থাকবে না। আমার এই সামান্য ধারণা থেকেই একথা বলেছিলাম যা হোক তবে আজকে আরো কিছু ধারণা পেয়ে গেলাম। ধন্যবাদ ভাই ভুল শুধরে দেওয়ার জন্য।
শিশির ভাই অলরেডি বলে , দিয়েছে তারপরেও আমি আবারো বলছি বিটকয়েন হচ্ছে একটি টোটালি ডিসেন্ট্রালাইজ ইকো সিস্টেম এবং এর যত
আপগ্রেড এবং development রয়েছে সবগুলো অনেকটা গণতান্ত্রিক ভোটাভুটির মতন করে হয়ে থাকে।
আর এটা আবারও মেনশন করার কারণ হচ্ছে, এ পর্যন্ত বিভিন্ন এনালাইসিস এর ভিত্তিতে ধারণা করা হয় যে সাতোশি নাকামত ২২ হাজার ব্লক এর উপরে মাইনিং করেছিল শুরুর দিকে, এবং এগুলো ক্যালকুলেশন করতে গেলে প্রায় 1.1 মিলিয়ন বিটকয়েন রয়েছে, প্রতি ব্লক রেওয়ার্ড পঞ্চাশ করে ছিল।
এখন আপনি চিন্তা করেন পৃথিবীতে লক্ষ লক্ষ মাইনার রয়েছে এবং সেই সাথে সাথে ব্লক রেওয়ার্ড মাত্র ৩.১২৫ বিটকয়েন। আর তাছাড়া বিটকয়েনের 21 মিলিয়ন ম্যাক্স সাপ্লাই এবং বর্তমানে ১৯.৮৩ মিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই রয়েছে তাহলে কিভাবে মনে হয় ১.১ মিলিয়ন বিটকয়েন দিয়ে বাকি ১৮ .৭৩(১৯.৯ মাস্ক সাপ্লাই) বিটকয়েন কে কন্ট্রোল করা যাবে?
হ্যাঁ ইম্প্যাক্ট হয়ত পড়বে যদি এনোনিমাসলি থেকেও সাতোশি তার বিটকয়েন গুলোকে লাড়াচাড়া দেয়।
তবে এই এলগরিদম এমন করেই বানানো হয়েছে যে বড় এমাউন্টের বিটকয়েন লারা চারা হইলেও সাময়িক ইম্প্যাক্ট এরপর মার্কেট অবশ্যই আবারো সাধারণ গতিতে চলবে। এতে করে সাতোশি নাকামত নিজেকে প্রকাশ করুন বা না করুক।
তবে আমার মনে হয় না সাতোশি ন্যাকামোতো কোনদিন কখনো তার পরিচয় রিভিল করবে, রিভিল করার হলে এতদিনে করে দিত।