ঠিকই তো। কারো কাছে এত বড় এমাউন্টের সম্পদ থাকবে অথচ পৃথিবীতে তার নাম আড়ালে থাকবে এটা কেউ সহ্য করতে পারবে না। আমার নিজের ক্ষেত্রে হলেও আমি নিজেও পারতাম না। যে লোকটা সাতোশি নামে জন মনে ঘুরপাক খাচ্ছে আসলে সে হয়তো আর পৃথিবীতে নেই অন্য কোন ছদ্ম নামে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। পৃথিবীতে জীবিত মানুষের মধ্যে এত সংখ্যক বিটকয়েন থাকলে কোন না কোনভাবে নিজেকে আত্মপ্রকাশ করত। অথবা সাতোশি ছদ্মনাম ব্যবহার না করলেও হয়তো পৃথিবীতে আর সে বেঁচে নেই।
ভাই, সাতোশী যদি জনপ্রিয়তা বা সস্তা ফেইম খুজতো, তাহলে সে সাতোশী নাম টা ব্যাবহার না করে নিজের নামই ব্যাবহার করতে পারতো। কিন্তু তিনি চান নি যে কেউ তার পরিচয় জানুক। বিটকয়েন তিনি বানিয়েছিলেন প্রাইভেসি ট্রানজেকশন করার জন্য। এখন এর ক্রিয়েটরই যদি প্রাইভেসি রক্ষা না করে, তাহলে এর ইউজার রা করবে নাকি? বেচে থাকলেও তিনি কখনোই হয়তো পাবলিক প্লেসে নিজের নাম প্রকাশ করতেন না বা কখনোই ফেইম কামানোর চেষ্টা করতেন না। এতে বরং লাভের চাইতে ক্ষতি বেশি হতো। আমার পয়েন্ট অন্য যায়গায়। তিনি নাম প্রকাশ করুক বা না করুক, তিনি যে প্রায় ১ মিলিয়ন বিটকয়েনের মালিক, তিনি বেচে থাকলে অন্তত একটা বিটকয়েন তো তিনি মুভ করতেন? অন্তত ১ টা বিটকয়েন তিনি যদি সেল করতেন, তাহলে বুঝতাম যে না উনি বেচে আছে, কিন্তু লুকিয়ে আছে। কিন্তু যতো দিন যাচ্ছে, বিটকয়েনের মূল্য বাড়ছে, আর মানুষ আরো বেশি কিউরিয়াস হচ্ছে, কে এই সাতোশি?