এই মাসে টোটাল পোস্ট হয়েছে ৮১টি
এই মাসে মোট ১৭ জন ইউজার এক্টিব ছিলো।
বাংলাদেশী ফোরাম মেম্বার কি কমে যাচ্ছে? নাকি আমরা ইন্টারেষ্টিং কিছু পাচ্ছি না আলাপ করতে সেটাই বুঝি না। আমি নিয়মিত থ্রেড ভিজিট করি এটা চেক করার জন্য যে এখানে ইন্টারেষ্টিং কিছু আলাপ হচ্ছে কি না। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে তেমন কিছুই আলাপ করার মতো চোখে পড়ে না। তো এই মাসে চিন্তা করলাম যে আমিই বিভিন্ন টপিক নিয়ে আলাপ করার চেষ্টা করবো। কিন্তু আপনারা যদি সেসব ডিসকাশনে জয়েন না করেন, তাহলে হবে না।
প্রথমেই বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট নিয়ে শুরু করা যাক। বিগত ২-৩ সপ্তাহে হুট করেই বিটকয়েন ৯৭ - ৯৫ হাজারের রেন্জ ছেড়ে ডাউন হতে শুরু করে। হুট করেই সেটা ৭৯ হাজারে চলে আসে। আরো নিচে নেমেছিলো কি না আমি সেটা খেয়াল করিনি। অল্টকয়েনে পুরাই ব্লিডিং হচ্ছিলো। অনেকের অনেক পজিশন লিকুইডেট হয়ে গেছে। এর পিছনে কোনো ব্যাড নিউজ ছিলো কি না, এটা কি কেউ জানেন?
আবার হুট করেই কালকে রাতে বিটকয়েন প্রায় ১০% আপ হয়েছে। একবার তো মনে হচ্ছিলো অল্ট সিজন ছাড়াই বুল রান শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কালকের সেই পাম্প এর পেছনে কি কোনো গুড নিউজ ছিলো? আপনাদের এন্যালাইসিস কি বলে?