অনেকের অনেক পজিশন লিকুইডেট হয়ে গেছে। এর পিছনে কোনো ব্যাড নিউজ ছিলো কি না, এটা কি কেউ জানেন?
মার্কেট বড়সড়ভাবে ম্যানুপুলেট করা হইছে ভাই। তা না হলে ইথার জীবনেও ২কে রেন্জে আসতো না। আর নিউজ বলতে ট্রাম্প ট্যারিফ ঘোষণা করায় সেটা মার্কেট প্রভাব ফেলছিলো
বাইদাওয়ে ৭০% ডাউন, বাকিডা তো জানো ই।
