মার্কেট বড়সড়ভাবে ম্যানুপুলেট করা হইছে ভাই। তা না হলে ইথার জীবনেও ২কে রেন্জে আসতো না। আর নিউজ বলতে ট্রাম্প ট্যারিফ ঘোষণা করায় সেটা মার্কেটে প্রভাব ফেলছিলো।
আমাদের মতো সাধারন মানুষ যাবে কই সেটাই বুঝতে পারছি না। প্রথমে বিটকয়েন ৯৭ থেকে ৭৯ হাজারে চলে আসলো। আবার এক রাতের ব্যাবধানে মার্কেট মুভমেন্ট করে ৯৬ হাজারের দিকে পাম্প করলো। দেখে মনে হলো যে মার্কেট রিকভার হয়ে গেছে। এখন আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। ২৪ ঘন্টার ব্যাবধানে আবারো মার্কেট ক্রাশ করে বিটকয়েন এখন ৮৩ হাজারে অবস্থান করছে। কি একটা অবস্থা! সব চাইতে বেশি চাপ যাচ্ছে সম্ভবত ফিউচার ট্রেডারদের ওপর দিয়ে।
মার্কেট যে ম্যানুপুলেশন হচ্ছে, সেটা কিছুটা ধারনা করা যায়। আমরা আসলে জানি না এরকম ম্যানুপুলেশনে কে জড়িত। তবে এক্সচেন্জগুলো এই সব ম্যানুপুলেশনে থাকতে পারে। কারন ওরা মার্কেট সাইজ বুঝে ট্রেডারদের লিকুইডেট করিয়ে দেয়ার জন্য এরকমটা করতে পারে বলে মনে হয়।