যতক্ষণ না ETH বাড়ে ততক্ষণ অল্টকয়েন বাড়বে না। আগে ইথারকে পাম্প করতে হবে, তখন দেখবেন অল্টও পাম্প হওয়া শুরু করছে। এই কিছুদিন ধরে হয়তো খেয়াল করছেন, বিটকয়েন ৯০কে থেকে এক ধাক্কায় ৮০কে তে আসে আবার আস্তে আস্তে ঠেলতে ঠেলতে ৯০কে তে যায়। বাট ইথার ৩কে দিয়ে ২.২কে তে নামার পর থেকে ডিকলাইন খাইতেই আছে খাইতেই আছে, ১০০-২০০ ডলার পাম্প হয় আবার আগের পজিসনে। এজন্য মূলত অল্ট পাম্প হচ্ছে না। এটা জানেন কিনা জানিনা, ইথারের এমন খারাপ পারফরমেন্সের কারণে অনেকের পজিসন লিকুইডেট হয়ে গেছে (আমি সহ)।
বিষয়টা আসলে এমন নাহ, কারণ বিটকয়েন ব্যতীত সকল কয়েন/টোকেনটকেই অল্টকয়েন হিসাবে ধরা হয়। আর অল্টকয়েনের মূল্য হ্রাসের কারণ হইলো অনেক অল্টকয়েনের পেয়ার বিটকয়েনের সাথে রয়েছে। যেমন ETH/BTC, LTC/BTC ইত্যাদি।
আর এইকারণেই যখন বিটকয়েনের মূল্য হ্রাস পাওয়ার পর কিছু সময়ের জন্য বিটকয়েনে তেমন উর্ধ্বগতি দেখা যায় নাহ কিংবা বিটকয়েনের মূল্য হ্রাসের সাথে সাথে অল্টকয়েনগুলো হ্রাস পায়। কেননা ওই যে বিটকয়েনের সাথে পেয়ার রয়েছে, সেগুলোর মূল্যও কমে যায় এবং এটির সাথে একই মূল্যে রাখতেই সাধারণত বিভিন্ন অল্টকয়েনগুলোর মূল্য স্টাবেলকয়েনে কমতে থাকে। মার্কেট পাম্পের কিংবা বৃদ্ধির সময়ও ঠিক তেমনটিই হয়ে থাকে।
বি:দ্র: যদি কোনো অল্টকয়েনের বিটকয়েন ছাড়াও ইথিরিয়াম কিংবা অন্যান্য সেরা অল্টকয়েনের সাথে ট্রেডিং পেয়ার থাকে, তাহলে সেটির মূল্য অত্যাধিক হারে বৃদ্ধি/হ্রাস পেয়ে থাকে এবং সেসব অল্টকয়েনের স্টাবেলকয়েন ছাড়া অন্যান্য কয়েনে ট্রেডিং পেয়ার নেই, সেগুলো কিন্তু খুবই কম পরিমাণে হ্রাস/বৃদ্ধি পায়। যদি নাহ সেগুলো Future কিংবা Margin ট্রেডিং পেয়ার থেকে থাকে।
আপনারা জানেন কি নাহ জানি নাহ, কিন্তু ইথিরিয়ামের মূল্য তেমন বৃদ্ধি না হওয়ার জন্য কিন্তু Ethereum Foundation কে ক্রিপ্টো কমিউনিটি দ্বায়ী করে থাকে। কেননা যখনই মার্কেট বৃদ্ধি পেত, তখনই Ethereum Foundation তাদের ওয়ালেট থেকে ইথিরিয়াম বিক্রি করতো এবং এটি কমিউনিটি কখনোই ভালোভাবে নিতো নাহ। কারণ এমন খবরে কিন্তু মূল্য অনেক সময় হ্রাস পায়, কেননা অনেকে মার্কেটে FUD তৈরি করে এবং ইথিরিয়াম বনাম বাকি L1 Chain এর কমিউনিটির তো কথা দিয়ে মারামারি চলতেই থাকে।
যাইহোক বর্তমানে Ethereum Foundation এখন আর তেমন পরিমাণে এটি করে নাহ। বরং তারা কিছু সময় আগে একটি ভালো উদ্দ্যোগ নিয়েছে এবং সেটি হলো, তারা ইথিরিয়াম এভাবে বিক্রির থেকে সেগুলো বিভিন্ন Ethereum Ecosystem এর প্রজেক্টে ব্যবহরা করবে। যেন সেই প্রজেক্টগুলোকে TVL বৃদ্ধিতে সহযোগিতা করতে পারে এবং ফাউন্ডেশনেরও yield farming থেকে অতিরিক্ত অর্থ জমা হয়।