আপনারা জানেন কি নাহ জানি নাহ, কিন্তু ইথিরিয়ামের মূল্য তেমন বৃদ্ধি না হওয়ার জন্য কিন্তু Ethereum Foundation কে ক্রিপ্টো কমিউনিটি দ্বায়ী করে থাকে। কেননা যখনই মার্কেট বৃদ্ধি পেত, তখনই Ethereum Foundation তাদের ওয়ালেট থেকে ইথিরিয়াম বিক্রি করতো এবং এটি কমিউনিটি কখনোই ভালোভাবে নিতো নাহ। কারণ এমন খবরে কিন্তু মূল্য অনেক সময় হ্রাস পায়, কেননা অনেকে মার্কেটে FUD তৈরি করে এবং ইথিরিয়াম বনাম বাকি L1 Chain এর কমিউনিটির তো কথা দিয়ে মারামারি চলতেই থাকে।
যাইহোক বর্তমানে Ethereum Foundation এখন আর তেমন পরিমাণে এটি করে নাহ। বরং তারা কিছু সময় আগে একটি ভালো উদ্দ্যোগ নিয়েছে এবং সেটি হলো, তারা ইথিরিয়াম এভাবে বিক্রির থেকে সেগুলো বিভিন্ন Ethereum Ecosystem এর প্রজেক্টে ব্যবহরা করবে। যেন সেই প্রজেক্টগুলোকে TVL বৃদ্ধিতে সহযোগিতা করতে পারে এবং ফাউন্ডেশনেরও yield farming থেকে অতিরিক্ত অর্থ জমা হয়।
যেই টোকেনের কোনো সাপ্লাই লিমিট নাই, প্রুফ অফ ওয়ার্ক ও না, মানে মাইনিং ও করা লাগবে না, তারা চাইলেই টোকেন সাপ্লাই বাড়িয়ে সেল করতে পারে, এরকম একটা টোকেনের ওপর ভরসা করা কি ঠিক হবে? আমার মতে ইথেরিয়াম টিকে থাকার পেছনে আছে দুইটা কারন, ১ হলো তাদের স্মার্ট কন্ট্রাক্ট সিষ্টেম এবং লেয়ার টু সলিউশন, আরেকটা কারন হলো সবচাইতে পুরাতন টোকেন গুলোর মধ্যে ইথেরিয়াম একটা। এছাড়া মানুষ কেনো ইথেরিয়ামে ভরসা করবে, সেই প্রশ্নের উত্তর পাই না।
তারা প্রুফ অফ ওয়ার্ক থেকে মুভ করার পর শুধু ট্রানজেকশন ফাষ্ট হয়েছে। এছাড়া আর কি লাভ হয়েছে সাধারন ইউজারদের? সকল লাভ ওদের নিজেদেরই। আগে মাইনার রা কিছু ইনকাম করতো, এখন সেটাও বন্ধ।