আচ্ছা একটা প্রশ্ন করি , এই ফোরামে বাংলাদেশের কে কত বিটকয়েন এর মালিক ?
কত সাল থেকে আপনি বিটকয়েন নিয়ে গবেষণা করছেন ?
কেউ কি কখনো বিটকয়েন সিস্টেমে এটাক করার চেষ্টা করেছেন ?
পাবলিক প্লেসে ফাইনালশিয়াল প্রশ্ন না করাই বেটার। কেউই চাইবে না নিজের কত আয়ব্যয় তা অন্যরা জানুক। সবাইরে বলে বেড়ালে নিজেই বিপদে পড়বেন। তার উপর বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ। এখন যদি বলেন আমার কাছে ১০ টা বিটকয়েন আছে, তাহলে পরের দিন দেখবেন আপনার বাসায় রেড মারা হইছে (উদাহরণ দিলাম)। সো এইসব বিষয়ে কার কাছে কি আছে কতশত টাকা পয়সা ধন আছে না না বলাই বেটার।
গবেষক না বাট ২০১৮ বা ২০ এ দিক থেকে আমার এটার সাথে পরিচয় হয়।
যেখানে ক্রিপ্টোকারেন্সি এখনো বৈধতাই পায়নি সেখানে আবার কিসের ব্লকচেইনের গুরুত্ন। হাহা।