অন্যদিকে Cryptocurrency তে ২য় স্থানে আছে Ethereum এর মূল্য ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সেইম ২২০০ ডলার। তাই আমার মনে হয় যারা Bitcoin কিনে ভয়ে থাকেন, যে কখন এর দাম কমবে আবার বাড়বে। তারা Ethereum কিনে রাখতে পারেন। তাহলে লস বা লাভ হওয়ার কোনো ভয় নাই।

আপনি কোথায় দেখেছেন ইথেরিয়ামের দাম ২০২১ সাল থেকেই ২২০০ ডলার রয়েছে? গত মাসেও তো ৩০০০ প্লাস ছিলো। ইথেরিয়ামের দামও বাড়ে এবং কমে, এখানেও ঝুকি রয়েছে।
আসসালামুয়ালাইকুম...কি অবস্থা ভাই সবার? রমজান মাস কেমন যাচ্ছে আপনাদের?
ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, আল্লাহ তায়ালা রোজা রাখার তৌফিক দান করেছেন, যার জন্য হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভাবেই দিন যাচ্ছে।
আপনাদের ওইদিকে কি অবস্থা ভাইয়রা?
ভাই আমি গ্রামে থাকি, তাই এই ধরনের ঝামেলা আমাদের এলাকায় নেই, নিশ্চিন্তে রয়েছি। আমাদের এলাকা যদিও গ্রামের মধ্যে রয়েছে, তবুও প্রত্যেক দিন সেনাবাহিনী ২-১ বার করে ঘোরাঘুরি করেন।
আমি পুর্বে একটি এই বিষয়ে পোস্ট করেছিলাম, এই ধরনের চাঁদাবাজি, ডাকাতি, দর্শন, এগুলো নতুন নয়। একটা বিষয়ে খুবই খারাপ লাগে, কেনো আমাদের দেশে দর্শনকারীর শাস্তি মৃত্যুদন্ড করা হয় না। বাংলাদেশে টাকা দিয়ে সবই সম্ভব, টাকা থাকলে মিথ্যা কে সত্যি বানানো সম্ভব, এবং সত্যকে মিথ্যা বানানো সম্ভব। এই দেশে কোন বিচার নেই, সঠিক বিচার পাওয়া যায় না।
এই রমজান মাসেও যারা অপরাধ করে তাদের মতো খারাপ লোক এই দুনিয়ায় নেই, আল্লাহ তাদের এই রমজান মাসের উসিলায় হেদায়েত দান করুক।