Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 10/03/2025, 00:52:17 UTC
Yescoin CEO Zoroo(আসল নাম - Zhang Chi) সম্প্রতি গ্রেফতার হয়েছে।

আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে বর্তমানে টেলিগ্রাম মিনিবট এর যত বড় লঞ্চ হয়েছে সম্প্রতি সবগুলো একপ্রকার  স্ক্যাম এর কাতারেই পড়ছে। প্রত্যেকটা প্রজেক্ট ইউজারদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করছে এবং নামমাত্র এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড করাচ্ছে। দেখা যাচ্ছে যে তাদের জেনারেট করা রেভিনিউ যতটুক ছিল সেই পরিমাণ মার্কেট ক্যাপ তারা এচিভ করতে পারছে না।

সেখানে Yes Coin সরাসরি একপ্রকার স্কাম করে ফেলল। যারা Yes Coin ফার্ম করেছিলেন তাদের জন্য খুবই দুঃখের সংবাদ।


ধন্যবাদ, আপনার মেয়েদের সাবধানে রাখুন ।

টেলিগ্রাম মিনিবট অ্যাপস এক ধরনের হাইপ ছিল। এখন ওই সমস্ত অ্যাপস এর প্রজেক্ট গুলো ভালো কোন এক্সচেঞ্জে লিস্ট করেনা বিশেষ করে লিস্ট করার পর দাম এভাবে বিদ্যুৎ গতিতে নিম্নমুখী হয় যে কয়েকদিন পর বিনিয়োগকারীরা বিনিয়োগ করার পর তীব্র আফসোস করতে থাকে। আর যারা মিনি বটে কাজ করে তাদের আফসোসের শেষ নেই। দীর্ঘ ছয় সাত মাস কাজ করার পর বেশ কিছু এসিভমেন্ট টাকা ফুরিয়ে অর্জন করতে বলেন সেটা যদি না করা হয় তাহলে  Eligible করা হয় না এটা হচ্ছে তাদের এক প্রকারের স্কাম করার কৌশল মাত্র। তাই যারা সময় অপচয় করতে চান না তারা এই সমস্ত টেলিগ্রাম মিনিবট থেকে বিরত থাকুন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য।