ভাই সেটা তো গেল কত কালকে মার্কেটের অবস্থা। আজকে যদি ঘুম থেকে উঠে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ওয়ালেট চেক করে দেখতে পারেন। দেখে মনে হবে হ্যাক হয়ে গেছে অর্থাৎ আগে যদি 2000 ডলার শো করতো ঠিক আজকে অবশ্যই 1800 ডলার শো করবে। যেভাবে কমতেছে তাতে করে আমাদের মত বিনিয়োগ কারীরা ঈদের মার্কেট কি দিয়ে করবে সেটা নিয়েই খুব টেনশন হচ্ছে।
যদিও আমি প্রো না, বাট আপনি যদি পূর্ববর্তী বছরগুলোর হিস্ট্ররি এনালাইসিস করেন, তাহলে দেখবেন প্রতি বছরই যখন বিটকয়েন পূর্ববর্তী সিজনের ATH ক্রস করে তখন অল্ট পাম্প করা শুরু করে। বাট এবার দেখতেছি টোটালি ভিন্ন, কোনো প্যাটার্নের মধ্যেই পড়তেছে না। যেখানে ইথার পাম্প করার কথা ছিলো সেখানে ইথার ডাম্প খাচ্ছে, ডাম্প আবার সাধারণ ডাম্প না, একেবারে মারাত্নক লেভেলের দেউলিয়া করে দেয়া ডাম্প। যার ফল অলরেডি অনেকে দেখতেছি। যারা লং লং পজিসন নিছিলো তারা সব শেষ। যে পোর্টফলিও একসময় ছিলো ১ লক্ষ টাকা, সেটা ১০ হাজার টাকায় চলে এসেছে (এখানে ১ লক্ষ বা ১০ হাজার উদাহরণ হিসেবে বলছি)। ৭০-৮০% ডাউন, হিসবাটা আপনি করে নিয়েন। এই বিষয়ে কথা বলতেও ইচ্ছা করে না আর। যখনই CMC এ ঢুকি, মার্কেটের অবস্থা দেখলেই ডিপ্রেশন ভুগি।
এ বছর অল্ট সিজন আসলোই না। ইউটিলিটি প্রজেক্টগুলো পাম্প হয়না, সব লিকুইডিটি যায় সব আজাইরা মিম প্রজেক্টগুলোতে। সেখানে লোভ দেখিয়ে "Rug Pull" করে সবাইরে ডাম্প দিয়ে চলে যায় বড় বড় ম্যানুপুলেটররা।
ভাই বিটকয়েন কিনে মানুষ দাম কমে যাওয়ার জন্য ভয়ে থাকতে পারে তবে এটলিস্ট এতটুকু সবার মধ্যে বিশ্বাস থাকে যে অন্যান্য সব কয়েন তার অলটাইম হাই প্রাইসকে আবার যদি কোনদিন টাচ নাও করে অন্তত বিটকয়েন তার অলটাইম হাই প্রাইসকে ক্রস করবে এবং দিগুনের মতন হয়ে যাবে।
আর ভাই ইথারিয়াম কে কি আপনি স্টেবল কয়েন বানাই দিলেন নাকি,
যে ২০২১ সাল থেকে ২২০০ ডলার?
তিনি মেইবি তার চোঁখ দুটো রাস্তায় ফালায় দিসেন। নয়তো এমন বলতেন না।
যাইহোক, যাদের মেজর পোর্টফলিও অল্টে ছিলো তাদের জন্য সমাবেদনা, লাইক মি। বাই চান্স যদি রিকোভার করে তাইলে ভালো, বাট না করলে আমও যাবে ছালাও যাবে।