আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে বর্তমানে টেলিগ্রাম মিনিবট এর যত বড় লঞ্চ হয়েছে সম্প্রতি সবগুলো একপ্রকার স্ক্যাম এর কাতারেই পড়ছে। প্রত্যেকটা প্রজেক্ট ইউজারদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করছে এবং নামমাত্র এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড করাচ্ছে। দেখা যাচ্ছে যে তাদের জেনারেট করা রেভিনিউ যতটুক ছিল সেই পরিমাণ মার্কেট ক্যাপ তারা এচিভ করতে পারছে না।
সেখানে Yes Coin সরাসরি একপ্রকার স্কাম করে ফেলল। যারা Yes Coin ফার্ম করেছিলেন তাদের জন্য খুবই দুঃখের সংবাদ।
তাতে আমার কি?

এসব এখনা আর আপাতত ফলো করছি না। প্রজেক্টগুলো যে মুলা ধরানো শুরু করছে, সেটা প্রায় ৭-৮ মাস আগে থেকেই আমি বুঝতে পারছি এবং এগুলোর পেছনে সময় দেয়া বন্ধ করে দিয়েছি। সব গুলো প্রজেক্ট ই তাদের ইউজারদেকে এক প্রকার স্ক্যাম করেছে। যেটা সাধারণ ভাবে বুঝা যায় না। এসব বাদ দিয়ে আপাতত নিজের ব্যাবসায় সময় দিচ্ছি আর ফ্যামিলিতে সময় দিচ্ছি। যদিও এখন নিজের একটা ফোরাম রিলেটেড বিজনেস করার চেষ্টা করতেছি। তবে এখানে সাকসেস রেট খুবই কম বলে মনে হয়। আমার আবার হুটহাট করেই একটা জিনিসে আগ্রহ হয়, আবার সেটা সময়ের সাথে সাথে হারিয়ে যায়। আশা করি এবার অনেকদিন এই আগ্রহ টা থাকবে।