Post
Topic
Board Other languages/locations
Re: ২০২৫ সালে বিটকয়েন গ্রহণযোগ্যতা ৪%
by
AN Then
on 12/03/2025, 14:33:41 UTC
আমরা মনে করতেছি, বিটকয়েনের চাহিদা তো বর্তমান বিশ্বে অনেক বেশি। আসলে কিন্তু বিশ্বের মাত্র ৪% মানুষের কাছেই বিটকয়েন কেনা আছে। আফ্রিকা মহাদেশে বিটকয়েনের হোল্ডার মাত্র ১.৬%। এশিয়া মহাদেশে ৩.৬% আর ইউরোপে ৩.৪% বিটকয়েন হোল্ডার আছে। সবচেয়ে বেশি বিটকয়েন হোল্ডার আমেরিকা মহাদেশে। আমেরিকার প্রায় ১৪% মানুষ বিটকয়েন হোল্ড করছে। আরও জানতে চাইলে এখানে দেখতে পারেন। তবে বিটকয়েন সব জায়গায় গ্রহণ না হওয়ার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা বিশ্বের অনেকে বিটকয়েন সম্পর্কে জানেই না। আবার কেউ জানলে কি করে এটা ব্যবহার করতে হয়, কি করে এটা কাজ করে তা জানেই না। মানে, মানুষের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে বিটকয়েনের গ্রহণযোগ্য এত কম।

Coinbase ভারতের (FIU) দ্বারা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়ছে

আমাদের প্রতিবেশী দাদাদের জন্য একটা বিরাট খুশির খবর কারণ Coinbase কে ভারত সরকার অনুমোদন দিছে। Coinbase হচ্ছে একটা American ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার। ভারতের Financial Intelligence Unit (FIU) coinbase কে ভারতে তাদের প্লাটফর্ম চালু করার আনুষ্ঠানিকভাবে অনুমতি দিয়ে দিছে। কারণ ভারত তাদের ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন প্রযুক্তিকে আরও উন্নত করতে চায়। কিন্তু আমাদের সোনার বাংলাদেশে Coinbase ছাড়াও আরও অনেক এক্সচেঞ্জার অনুমোদিত নায়। আরে, এক্সচেঞ্জারগুলা তো বাদিই দিলাম, এদেশে তো ক্রিপ্টোকারেন্সিই অনুমোদিত না। হায় রে, আমার সোনার বাংলাদেশ। আরো জানতে এখানে দেখুন।
ভাই আপনার অ্যাকাউন্ট দেখে মনে হচ্ছে আপনি আমার মত ফোরামে নতুন একজন সদস্য। কিন্তু আপনার এই পোস্টটি দ্বারা বোঝা যাচ্ছে আপনি অভিজ্ঞ একজন মেম্বার। কেননা ফোরামে যারা নতুন সদস্য তারা এত তাড়াতাড়ি ভালো মানের পোস্ট করতে পারবেনা। আমি দীর্ঘ এক মাস যাবত এই ফোরামের সাথে যুক্ত রয়েছি আমি এখন পর্যন্ত কোন কিছু সম্পর্কে বুঝে উঠতে পারেনি

কিন্তু নতুন সদস্য হিসেবে আপনার এমন ভালো কোয়ালিটি মানের পোস্ট দেখে আমি অবাক । নতুন সদস্য হিসেবে কিভাবে এত ভালো মানের পোস্ট করা সম্ভব