Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 13/03/2025, 00:53:18 UTC
এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে। অনলাইন জিনিসটা ভাই সাময়িক আপনি যতই ইনকাম করেননা কেনো অনলাইন থেকে যেকোনো উপায়ে আপনি সেটা দিয়ে পুরো জীবন পার করতে পারবেন না। আপনাকে ফিজিক্যাল কিছু করতে হবে। তাই অযথা ফাও জিনিসে সময় নষ্ট না করে ক্যারিয়ার ঠিক রাখতে ব্যবসা বা চাকরিতে মন দিতে হবে।
আমি একটা ফিজিক্যাল ব্যাবসাই দিয়েছি। তবে এখানে বেচা কেনার চাইতে একা বসে থাকা উপভোগ করি আমি। মাঝে মাঝে কাষ্টমারের চাপ থাকে, তখন আবার বিরক্ত হয়ে যাই যে এসব ব্যাবসা আমার জন্য না। আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে। বাচ্চাকাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। কাজ বন্ধ করে পিসিতে কার্টুন দিয়ে বসে থাকা লাগবে। যাই হোক, গ্রাম অঞ্চলে কি রেখে কি করবো সেটাই বুঝতে পারছি না। কোনো কিছুতেই প্রফিটের দেখা পাচ্ছি না।

ভাগ্যিস ভালো আপনার বউ বিটকয়েনটক ইউজার না। হয়তো এতোক্ষনে খবর ছিলো।

বাসায় থাকলে কাজের অভাব হয়না, এটা করো ওটা করো, এরে ধরে ওরে ধরো, এখানে যাও ঐখানে যাও। আমি মাঝে মাঝে বুঝিনা, যেদিন আমি বাসায় থাকিনা সেদিন বাসার মানুষ টিকে কেমনে!

যাইহোক আপনারা কে কি টাইপ ব্যবসার চিন্তা করতেছেন? একটু আইডিয়া দেন! পার্সোনালি আমাদের একটা ছোট খাটো মুরগির ফার্ম আছে, জানেন হয়তো। বাট এখন যা অবস্থা দেখতেছি তাতে লাভের তুলনায় লসে আছি। না ডিম সেল করতে পারি আগের মতো না মুরগি সেল করতে পারি। যতটুকু সেল হয়, তার বেশি টাকার ফিড কিনতে হয়। মাসে মিনিমাম ২-৩ বস্তা লেয়ার লেয়ার ওয়ান কিনতে হয়, প্রতি বস্তা ২৯০০ টাকা।

ফিজিক্যাল ব্যবসা ভালো, বাট সবার দ্বারা ব্যবসা হয়না এটাও মানতে হবে। সবার বিজনেস মাইনসেট থাকে না। আর থাকলেও আমি মনে করি, ব্যবসা করলে অনেক মিথ্যা কথা বলতে হয়, যা আমার পছন্দ না।



যাইহোক কার কি অবস্থা? লাইফে লাল বাত্তি!!! Cry