যাইহোক কার কি অবস্থা? লাইফে লাল বাত্তি!!!


এটা শুধু আপনার অবস্থা নয়। এটা সকল এভারেজ ক্রিপ্টো হোল্ডারদের অবস্থা। যারা শুধুমাত্র বিটকয়েন হোল্ড করেছে, তারা কিছুটা অন্তত সস্বিতে আছে। বিটকয়েন অলটাইম হাই থেকে প্রায় ৩০% ফল করেছে, কিন্তু আমার মনে হয় না বিটকয়েন হোল্ডার রা এটা নিয়ে প্যানিক করছে। তারা জানে লম্বা সময়ে তাদের বিটকয়েন ভালো রিটার্ন দিবে। কিন্তু যারা অল্টকয়েনে ইনভেষ্ট করেছে, তারা একপ্রকার স্ক্যাম এর মধ্যে আছে এখন। না পারছে তাদের হোল্ডিং সেল করতে, না পারছে আরো কিনতে। কারন এখন মার্কেট মুভমেন্ট বুঝা যাচ্ছে না। অনেকেই মনে করতে পারে, যেহেতু অল্টকয়েন ডাউন, তাই এখন ইনভেষ্ট করে রাখা যাবে। কিন্তু আদতে সামনে আরো ডাউন হবে কিনা, সেই ভয় ও কাজ করছে ভেতরে।