ভার্চুয়াল জগতেও যে ভালো রোজগার করা যায় সেটা আদিকালের মুরব্বিগণ বোঝে না।
ভাই মুরুব্বিদের কথা বাদ দিয়ে দেন, তারা অনলাইনে যে ইনকাম করা যায়, সেটা বুঝতেই চায় না। আমিও গ্রামে থাকি তাই এ বিষয়ে ভালোভাবে টের পেয়েছি। গ্রামের মুরুব্বিরা মনে করে আমরা ঘরে বসে জুয়া খেলি, আপনি দেখবেন বেশিরভাগ মুরুব্বীরা এই কথাটাই মনে করেন। আসলে আমরা মুরুব্বীদের বোঝাতে পারবো না, কারণ তারা টাচ মোবাইল ইউজ করতে পারে না, তাই তাদেরকে কিছু বলার নেই। এ বিষয়ে ভালো সিদ্ধান্ত হবে, যে আপনার ভার্চুয়াল ইনকাম এর পাশাপাশি ফিজিক্যালি কোন ব্যবসা বাণিজ্য করা বা যে কোন কাজ করলে কেউ কোন ধরনের মন্তব্য করবে না।
বাইদাওয়ে আপনাদের দুইজনের কথা শুনে মনে হলো লাইফের ২য় ভুল মেইবি বিবাহ করা! ১ম ভুল জানতে চাইলে নাড়া দিয়েন!

ভাই একটা গান শুনেছিলেন কি? না শুনে থাকলে একটু ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিয়েন।
"""বিয়ে করা মানে জ্যান্ত প্রানে মরা"""
ভাই গান টা শুনিয়েন। আসলে যে বিয়ে করেছে, সেই ঠেলা বুঝেছে, আমিও বুঝেছি হা হা। শুধু পেরা আর পেরা, মাঝে মাঝে মনে হয় হুদাই বিয়েটা করছিলাম, একাকিত্ব জীবন ভালো ছিলো।