Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 14/03/2025, 14:58:59 UTC
ভাই একটা গান শুনেছিলেন কি? না শুনে থাকলে একটু ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিয়েন।
"""বিয়ে করা মানে জ্যান্ত প্রানে মরা"""
ভাই গান টা শুনিয়েন। আসলে যে বিয়ে করেছে, সেই ঠেলা বুঝেছে, আমিও বুঝেছি হা হা। শুধু পেরা আর পেরা, মাঝে মাঝে মনে হয়  হুদাই বিয়েটা করছিলাম, একাকিত্ব জীবন ভালো ছিলো।
উইলিয়াম লিয়ন ফেলপস ভাইজান লিখেছেন " পৃথিবীর সর্বোচ্চ সুখ হলো বিয়ে" । তাই যাই কিছু বলেন আপাতত নেগেটিভ কিছু বলবেন না তাহলে শেষ রাতের দিকে ভাত বন্ধ করে দেবে।
আবার প্লুটো ভাই বলেছেন " প্রতিটি হৃদয় গান গায় এবং সেই গান অসম্পূর্ণ যদি সেই গান শোনার মত বা ফিসফিস করার মতো কেউ পাশে না থাকে" জীবনে যদি একবারও দুখের সাগরে ডুব দিতে হয় তাহলে তুমি বিয়ে কর কারণ বিয়ে করাকে আল্লাহ তোমার জন্য ফরজ করে দিয়েছে।