Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 14/03/2025, 18:11:58 UTC
আর ভাই আপনারা কেউ এখানে PAWS এয়ারড্রপ করেছিলেন? আমি করেছিলাম ভাই আমার অনেকগুলো একাউন্ট রয়েছে কিন্তু উইথড্র দেওয়ার মত এত এক্সচেঞ্জার নাই। যাদের একাধিক একাউন্ট আছে তারা কিভাবে কি করতেছেন একটু বলবেন। আর PAWS কী লিস্টিং এর আগে On Chain এটা একটিভ করে দেবে? PAWS দাম কিরকম আশা করতেছেন? আজকে দেখলাম কুকয়েনে এনাউন্সমেন্ট করেছে লিস্টিং এর জন্য।
অন চেইন উইথড্র চালু হওয়ার জন্য অপেক্ষা করুন। আমিও বর্তমানে অন চেইন উইথ ড্র চালু হওয়ার অপেক্ষা করছি। সোলানা চেইনে মূলত আপনি এক্সচেঞ্জার এ লিস্টিং প্রাইস থেকে দেখলেই ভালো প্রাইস পাবেন। সম্প্রতি গত এক বছরে যতগুলা প্রজেক্ট লিস্ট হয়েছে যেগুলো ডেক্সের পাশাপাশি এক্সচেঞ্জারের লিস্টেড হয়েছে সবগুলার প্রাইস ডেক্স এ তুলনামূলক বেশি ছিল।

সম্প্রতি দেখলাম উইন্টার মুন মার্কেট মেকার এর ওয়ালেটে এক বিলিয়নের উপরে Paws পাওয়া গিয়েছে। যদি নিউজটি সঠিক হয়ে থাকে তাহলে আশা করা যায় Paws এর মার্কেট ১০০ মিলিয়ন এর উপরে থাকতে পারে।