Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 14/03/2025, 14:43:30 UTC
আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে।
বাসায় থাকলে কাজের অভাব হয়না, এটা করো ওটা করো, এরে ধরে ওরে ধরো, এখানে যাও ঐখানে যাও। আমি মাঝে মাঝে বুঝিনা, যেদিন আমি বাসায় থাকিনা সেদিন বাসার মানুষ টিকে কেমনে!
আমিও এটা চিন্তা করেছি পুরুষ মানুষ বাসায় বসে কাজ করলে তাকে নিজের কাজের পাশাপাশি বাসার যত কাজ আছে ১০ মিনিট পর পর এটা করতে হবে সেটা করতে হবে, আর যা বললেন বাচ্চা থাকলে তো কোন কথাই নেই তখন কাজ কম বউয়ের ঝাড়ি বেশি শোনা লাগে। আর নানান কলহতো লেগেই থাকে।

ভাই তোমরা যা বলতাছে তাতে মাথা পুরাই হ্যাং হয়ে যাচ্ছে আমার। ‌ মানে ব্যাচেলার লাইফে কি তাহলে ভালো আছে এখন? বাসায় তো মাঝে মাঝে তাড়াতেই বিয়ে করে দাও তারা বলে গ্রাজুয়েশন শেষ কর মাস্টার্স কমপ্লিট কর ভালো জব করো তারপর বিয়ে কর কিন্তু এই দিকে বাসায় বলে দিয়েছি তাড়াতাড়ি বিয়ে করাই দিতে। আপনাদের কথাবার্তা শুনে ভাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে আবার দুইদিন আগে আমি একটা পুরানো নাটক দেখেছি "বউয়ের জ্বালা"। বুঝলাম না কিছু সবকিছু একসাথে হয়ে গেল আপনারাও এই বউ নিয়ে কথা বলতেছেন। আচ্ছা ভাই বিয়ের পরবর্তী জীবন কি এতটাই বোরিং যতটা আপনারা বলতেছেন নাকি আমাদের ভয় দেখাচ্ছে?

ভাই গ্রামে সবচেয়ে ভালো বিজনেসের মধ্যে আমার কাছে দুইটা বিজনেস ভালো লাগছে তার মধ্যে একটা হচ্ছে "ওষুধের ফার্মেসি" দেওয়া এবং আরেকটা হচ্ছে "গরুর ফার্ম" করা। গ্রাম অঞ্চলের দিকে এগুলো অনেক লাভজনক মনে হয় আমার কাছে। ফার্মেসির বিজনেস আপনি পল্লী চিকিৎসকের একটা কোর্স করেই সেটা করতে পারবেন। আর গরুর ফার্মে কিভাবে কি করতে হয় সেটা হয়তো আপনারা অবগত আছেন। এগুলোতে লজ্জাওয়ার মত কাঁপাবিলিটি নাই বললেই চলে।

আর ভাই আপনারা কেউ এখানে PAWS এয়ারড্রপ করেছিলেন? আমি করেছিলাম ভাই আমার অনেকগুলো একাউন্ট রয়েছে কিন্তু উইথড্র দেওয়ার মত এত এক্সচেঞ্জার নাই। যাদের একাধিক একাউন্ট আছে তারা কিভাবে কি করতেছেন একটু বলবেন। আর PAWS কী লিস্টিং এর আগে On Chain এটা একটিভ করে দেবে? PAWS দাম কিরকম আশা করতেছেন? আজকে দেখলাম কুকয়েনে এনাউন্সমেন্ট করেছে লিস্টিং এর জন্য।