Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 15/03/2025, 13:57:27 UTC
মাঝে মাঝে কাষ্টমারের চাপ থাকে, তখন আবার বিরক্ত হয়ে যাই যে এসব ব্যাবসা আমার জন্য না। আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে। বাচ্চাকাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। কাজ বন্ধ করে পিসিতে কার্টুন দিয়ে বসে থাকা লাগবে। যাই হোক, গ্রাম অঞ্চলে কি রেখে কি করবো সেটাই বুঝতে পারছি না। কোনো কিছুতেই প্রফিটের দেখা পাচ্ছি না।
ও ভাই বুকে আসেন।

আমিও এটা চিন্তা করেছি পুরুষ মানুষ বাসায় বসে কাজ করলে তাকে নিজের কাজের পাশাপাশি বাসার যত কাজ আছে ১০ মিনিট পর পর এটা করতে হবে সেটা করতে হবে, আর যা বললেন বাচ্চা থাকলে তো কোন কথাই নেই তখন কাজ কম বউয়ের ঝাড়ি বেশি শোনা লাগে। আর নানান কলহতো লেগেই থাকে।

আমি এই জন্য বাসায় আলাদা রুম নিয়ে নিয়েছিলাম জাস্ট কাজের জন্য তারপরেও আপনার বুদ্ধিটা আমার কাছে ভালো লাগলো। আর তাছাড়া আমি যেটা মনে করি আমরা ভার্চুয়াল জগত থেকে যত টাকায় কামাই করি না কেন সেটা যদি কোন বিজনেস এর ক্ষেত্রে আই মিন ফিজিক্যাল বিজনেস বা ভার্চুয়াল বিজনেস এর ক্ষেত্রে না ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের হাতে যত টাকায় থাকুক দিনশেষে দেখা যাবে যে সেভিংস জিরো।
ফিজিক্যাল কিছু অবশ্যই প্রয়োজন হবে আপনার ব্যাকাপ হিসেবে। আমি জীবনের প্রথম একটা চাকরিতে এপ্লাই করেছিলাম সেখানে আজকে ইন্টার্ভিউ এর জন্য ডাকে ইন্টার্ভিউ দিলাম তারা একসেপ্ট করলো তবে সমস্যা হলো কাল থেকে জয়েনিং করতে বলে। আমি বললাম ঈদের পর জয়েন হলে ভালো হয় কিন্তু তারা বলতেছে যে ইন্টারেস্টেড থাকলে কাল থেকে জয়েন করেন। ঈদের ছুটি মাত্র এ দিন। ঈদের আগের দিন ঈদের দিন আর তার পরের দিন। এইটা কোনো কথা বলেন।

চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা অপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা সেটা বোনাস এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?