চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা উপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা বোনাস, এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?
ভাই কর্পোরেট সেক্টরে এমনই আপনাকে দিয়ে তারা দশ লাখ টাকার কাজ করালে আপনাকে বেতন দিবে দশ হাজার টাকা।( কথায় আছে বেতন কম চ*** বেশি) আর প্রথম অবস্থাতে এরকম কাজ করেই নিজের সিভি ভারি করার এক্সপেরিয়েন্স নিতে হয়। মোটামুটি যদি কোন সেক্টরে এক বছরের এক্সপেরিয়েন্স নেওয়া যায় তাহলে আর চাকরি নিয়ে চিন্তা করতে হয় না । আমার মতে প্রথম এক বছর কষ্ট হলেও আপনার এই চাকরিটা করা উচিত।
আর কি ধরনের বা কোন সেক্টরের জব যদি একটু বিস্তারিত বলতেন তাহলে সবার বুঝতে এবং সাজেশন দিতে আরো সুবিধা হত।
চাকরির বাজারে এরকমই হবে, আমাকে আপনাকে তারা বসিয়ে বসিয়ে রাখবে না। আপনি যেমন আপনার অধীনস্থ পদে দায়িত্ব আছে তাদেরকে যেমন আপনি চাপে রাখবেন ঠিক আপনার উপরে যারা পদে আছে তারা আপনাকে চাপে রাখবে এটাই স্বাভাবিক। চাকরি ক্ষেত্রে কেউ কাউরে ছাড় দেয় না বরং চাপে রাখতেই এরা বদ্ধপরিকর। প্রাইভেট সেক্টরে প্রাথমিকভাবে অনেকটাই চাপ থাকে কিন্তু অভিজ্ঞতা অর্জন করার পর দেখা যাবে আপনার একটি কোম্পানিতে দুই বছরের অভিজ্ঞতা হয়েছে আপনি সিভিতে আরেক বছর বাড়িয়ে তিন বছর করে নেবেন। তখন অন্য একটি কোম্পানিতে আপনার সিভি ড্রপ করলে দেখা যাবে বেতন বৃদ্ধি পাবে এবং চাপটা আপনি আগের চেয়ে একটু হলেও কম পাবেন। তবে মনে রাখবেন প্রতিযোগিতার বাজারে চাপমুক্ত কোনই পদ নেই।