Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Royal Cap
on 16/03/2025, 23:30:36 UTC
একচুয়ালি আমরা যারা অনলাইনের জগতে ঢুকে পড়েছি এবং এখান থেকে ফ্রিল্যান্সিং করা শুরু করে দিয়েছি এদের নিকট জব করা মানে  ধরা বান্দা কোন টাইম অনুযায়ী ফিজিক্যালি উপস্থিত থেকে জব করা কখনোই পছন্দনীয় হবে না।

মেইন বিষয়ে এখানে অনেক কিছু রয়েছে যে আপনি যে জবটি পাচ্ছেন সেটা স্যালারি কতটুকু আপনার সেখানে থাকা খাওয়া বা  অন্যান্য খরচ পাতি মিলে কতটুকু মাস শেষে থাকবে। আর আমি শিওর যেহেতু এত কড়াকড়ির কথা বলছেন সেখানে এরকম কোন সুযোগও না যে আপনি আপনার পার্সোনাল কোন কাজ করবেন। এখন বিবেচনা এবং করে দেখুন কাজটি আপনি করবেন কিনা।

যদিও আমার মনে হচ্ছে আপনি করবেন না।

আমি ভাই মনে করি যে চাকরি করলে জীবন একটা রুটিনের মধ্যে চলে আসে। এই ধরেন এখন যারা আপনাদের মতন ফ্রিল্যান্সিং করেন তাদের কিন্তু সব কাজ টাইমলি করা হয় উঠে না। ধরেন আপনি কোনো কোনো সময় ঘুম থেকে উঠে সকাল ১০ তে কিংবা ১২ টায়। আবার আবার কখনও কখনও খাওয়া দাওয়ার ও টাইম ঠিক থাকে না। কিন্তু চাকরি করলে আপনার সবসময় সিডিউল অনুযায়ী সব কাজ করতে হবে টাইমলি ঘুম থেকে উঠতে হবে অফিসে যেতে হবে কাজ করতে হবে। এটা আপনার জীবনযাত্রাকে একটি সিডিউল এর মধ্যে নিয়ে আসবে।