Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 17/03/2025, 18:12:37 UTC
চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা উপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা বোনাস, এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?

আমি আপনার পোষ্ট টা দেড়িতে খেয়াল করলাম। সম্ভবত আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কি সিদ্ধান্ত নিয়েছেন জানাতে ভুলবেন না। তবে আমার ব্যাক্তিগত মতামত হলো, এই সিদ্ধান্ত ডিপেন্ড করবে আপনার বর্তমান অবস্থার ওপর। আপনি যদি বেকার হয়ে থাকেন, তাহলে নিয়ে নিতে পারেন। বেশিরভাগ প্রাইভেট জবে ছুটি নিয়ে সমস্যা। কিন্তু আপনাকে এটা মেনে নিয়েই জব করা লাগবে। অনলাইন লাইফ হচ্ছে অপশনাল। প্রফেশনাল লাইফে থাকলেও অনলাইনের জন্য ২-১ ঘন্টা আপনি ম্যানেজ করতে পারবেন। আামার প্রথম অনলাইন জব করা সময়ে আমি একটা চাকরি করতাম। সেখানে চাকরি করা অবস্থাতেই আমি অনলাইনে জব করেছি। যদিও এখন দুইটার কোনোটাই করছি না। এখন ব্যাবসা, আর সাথে এই ফোরাম।
ভাই সিদ্ধান্ত হচ্ছে তাদের না করে দিছি কারণ হঠাৎ করে এত প্রেশার আমি নিতে পারব না। IT কোম্পানি তো যার কারণে তাদের অফিস ২৪ ঘণ্টা ওপেন রাখতে হয়। তাই ইমপ্লয়ীদের উপর তারা একটু বেশীই চাপ দেন। আর যে পরিমাণ চাপ সেই অনুযায়ী বেতন বেশি না যদিও ফ্রেশার হিসেবে ঠিক আছে তবে আমার জন্য কম্ফোর্টেবল না তাই না করে দিছি। তবে চাকরি একটা করতে হবে অবশ্যই অথবা ব্যবসা। ঈদ এর পর থেকে দেখি প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা করবো কি করা যায়। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে হেল্প করতে পারেন। ছোট বেলা থেকে আমার চাকরি করার আসলে ইচ্ছে নেই। আমি বেশ কয়েকটা ব্যবসা শুরুও করেছিলাম তবে বেশিদিন কন্টিনিউ করিনি। কিন্তু বয়স তো অনেক হয়ে গেলো এখনো যদি প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা না করি তাহলে তো সামনে ঘোর অন্ধকার নেমে আসবে।

বাসা থেকে যদি মারাত্নক চাপ না থাকে সেক্ষেত্রে অনলাইন ভিত্তিক কাজ শিখার ট্রাই করতে পারেন। ৬ মাস এনাফ। বাট বাসা থেকে যদি এখনি ঢুকতে বলে তাহলে ঢুকে দেখেন। তবে আমি বলবো, যে কাজে আপনার মন নাই সে কাজ আপনার দ্বারা হবেনা, না করাই উচিত।

আমারো সেইম অবস্থা ভাই, যদিও চাকরির জন্য চাপ দেয়না, বাট বারবার রিমাইন্ডার দেয়, যা করার এখনি কর, সামনে বড় রিসপনসিবিলিটি তোর। আমার পুরো ফ্যামিলির চাকরির প্রতি একটু ঝোক কম, সবাই চায় ব্যবসা টাইপ কিছু করতে। আমার নিজেরো চাকরি করার ইচ্ছা নাই, সারাদিন গরুর মতো খাটো আর মাসশেষে ২০-২৫ হাজার টাকা পাও, যা দিয়ে বর্তমান সময়ে কিছুই মেলেনা। ভালো কোথাও যে যাবো সেটারও উপায় নাই, না আছে মামা খালু, না আছে নেতা টাইপ বড় ভাই, না আছে অনেক ভালো সিজি ওয়ালা ডিগ্রি। আর যদি ঘুষের কথা বলেন, তাহলে আগেই বাদ। না খেয়ে থাকবো বাট ঘুষের ভিতর নাই আমরা।

আর সত্যি কথা বলতে বাংলাদেশে চাকরির বাজার অনেক খারাপ। রেফারেন্স ছাড়া জব পাওয়া অনেক হার্ড। নিউজে শুধু দেখায়, রিক্সাচালকের মেয়ে বিসিএস ক্যাডার, বাট পেছনে যে লাখ লাখ ব্যর্থ কান্ডিডেট তা আর দেখায়না। এজন্য এসব চাকরি ফাকরির কথা ভাবিনা। অনলাইন সেক্টরের ব্যাপক অপুরচুনেটি আছে। কোনো একটা স্কিল ডেভেলপ করে মার্কেটপ্লেসে নেমে পড়া যায়। আমার আশে পাশে অনেক ছোট বড় ভাই ব্রাদার আছে যারা মাসে আরামসে ৬০-৭০ হাজার টাকা ইনকাম করতেছে, ফ্রিল্যানসিং করে। অনেক পরিশ্রম যে করতে হয় তাও না, কাজ ইজি, জাস্ট কাজটা জানতে হবে, আর একটু ঘিলু থাকতে হবে।