বাসা থেকে যদি মারাত্নক চাপ না থাকে সেক্ষেত্রে অনলাইন ভিত্তিক কাজ শিখার ট্রাই করতে পারেন। ৬ মাস এনাফ। বাট বাসা থেকে যদি এখনি ঢুকতে বলে তাহলে ঢুকে দেখেন। তবে আমি বলবো, যে কাজে আপনার মন নাই সে কাজ আপনার দ্বারা হবেনা, না করাই উচিত।
আমারো সেইম অবস্থা ভাই, যদিও চাকরির জন্য চাপ দেয়না, বাট বারবার রিমাইন্ডার দেয়, যা করার এখনি কর, সামনে বড় রিসপনসিবিলিটি তোর। আমার পুরো ফ্যামিলির চাকরির প্রতি একটু ঝোক কম, সবাই চায় ব্যবসা টাইপ কিছু করতে। আমার নিজেরো চাকরি করার ইচ্ছা নাই, সারাদিন গরুর মতো খাটো আর মাসশেষে ২০-২৫ হাজার টাকা পাও, যা দিয়ে বর্তমান সময়ে কিছুই মেলেনা। ভালো কোথাও যে যাবো সেটারও উপায় নাই, না আছে মামা খালু, না আছে নেতা টাইপ বড় ভাই, না আছে অনেক ভালো সিজি ওয়ালা ডিগ্রি। আর যদি ঘুষের কথা বলেন, তাহলে আগেই বাদ। না খেয়ে থাকবো বাট ঘুষের ভিতর নাই আমরা।
আর সত্যি কথা বলতে বাংলাদেশে চাকরির বাজার অনেক খারাপ। রেফারেন্স ছাড়া জব পাওয়া অনেক হার্ড। নিউজে শুধু দেখায়, রিক্সাচালকের মেয়ে বিসিএস ক্যাডার, বাট পেছনে যে লাখ লাখ ব্যর্থ কান্ডিডেট তা আর দেখায়না। এজন্য এসব চাকরি ফাকরির কথা ভাবিনা। অনলাইন সেক্টরের ব্যাপক অপুরচুনেটি আছে। কোনো একটা স্কিল ডেভেলপ করে মার্কেটপ্লেসে নেমে পড়া যায়। আমার আশে পাশে অনেক ছোট বড় ভাই ব্রাদার আছে যারা মাসে আরামসে ৬০-৭০ হাজার টাকা ইনকাম করতেছে, ফ্রিল্যানসিং করে। অনেক পরিশ্রম যে করতে হয় তাও না, কাজ ইজি, জাস্ট কাজটা জানতে হবে, আর একটু ঘিলু থাকতে হবে।
আমি আপনার সাথে একমত জানাবো।
আমি পার্সোনালি যা মনে করি আমাদের যদি বড় ধরনের আর্নিং করার চিন্তা থাকে, তাহলে কর্পোরেট জব করে কখনোই সেটা করা পসিবল না।
এমন হতে পারে যে কর্পোরের জব করার পাশাপাশি আপনি সাইড বিজনেস চালু করলেন।
কিন্তু আল্টিমেটলি আমি যেটা মনে করি আপনার ইনকাম এর ভলিউম বড় করতে হলে অবশ্যই আপনাকে হয় ফ্রিল্যান্সিং করতে হবে আর নয়তো বিজনেস শুরু করতে হবে।
ফ্রিল্যান্সিং কেন বলছি আমার দেখা এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা মাত্র ২৫ বছর বয়সে পাঁচ কোটি টাকার উপরে তার ইনকাম নিয়ে গিয়েছে।
আর বিজনেস এর কথা বলতে গেলে আপনার যদি হাজার হাজার কোটি টাকা কামাই করার ইচ্ছা থাকে তাহলে বিজনেস স্টার্ট করা ছাড়া আর কোন রাস্তা নাই।
এখন বলতে পারেন হাজার হাজার কোটি টাকা একটু বেশি বলতেছি তবে বিশ্বাস করেন যারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক তারাও হয়তো এই ধরনের স্বপ্ন নিয়েই তাদের যাত্রা স্টার্ট করেছে। স্বপ্ন দেখতে কোন বাধা নাই।
আমি হয়তোবা অন্য লাইনে চলে যাচ্ছি তবে আমি বুঝাচ্ছি গদ বাঁধা কর্পোরেট জব এবং সরকারি জব এর পরিপ্রেক্ষিতে এইগুলোর অবস্থান কোথায়।