Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 18/03/2025, 06:22:18 UTC
বাসা থেকে যদি মারাত্নক চাপ না থাকে সেক্ষেত্রে অনলাইন ভিত্তিক কাজ শিখার ট্রাই করতে পারেন। ৬ মাস এনাফ। বাট বাসা থেকে যদি এখনি ঢুকতে বলে তাহলে ঢুকে দেখেন।
এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। কাজ শেখার সবচাইতে সঠিক সময় হচ্ছে যতদিন বাসা থেকে কোনো চাপ না আশে। আপনি একবার চাকরিতে জয়েন করে ফেললে তখন আর সময় পাবেন না। আমি ভেবেছিলাম চাকরিতে ঢুকেও বুঝি কাজ শিখতে পারবো, কিন্তু না, চাকরিতে ঢুকে দেখি আমার অফিস টাইমের কোনো লিমিট নাই। ঢোকার টাইম আছে, কিন্তু বের হওয়ার কোনো টাইম নাই। যতক্ষন কাজ, ততক্ষন অফিস। প্রাইভেট সেক্টর এরকমই।

Quote
....অনলাইন সেক্টরের ব্যাপক অপুরচুনেটি আছে। কোনো একটা স্কিল ডেভেলপ করে মার্কেটপ্লেসে নেমে পড়া যায়। আমার আশে পাশে অনেক ছোট বড় ভাই ব্রাদার আছে যারা মাসে আরামসে ৬০-৭০ হাজার টাকা ইনকাম করতেছে, ফ্রিল্যানসিং করে। অনেক পরিশ্রম যে করতে হয় তাও না, কাজ ইজি, জাস্ট কাজটা জানতে হবে, আর একটু ঘিলু থাকতে হবে।
স্কিল ডেভেলপমেন্ট করা সবচাইতে জরুরী। আমার এলাকার ছোটভাই কালকে তার ফাইবারের পেন্ডিং অর্ডারগুলো ফেইসবুকে ষ্টোরি দিছে, দেখলাম ১০ টার ওপর অর্ডার পেন্ডিং আছে। মানুষ তো এরকমই কাজ চায়। আবার অনেকে আছে গিগ নিয়ে বসে, কিন্তু কাজ নাই।