কোনো একটা স্কিল ডেভেলপ করে মার্কেটপ্লেসে নেমে পড়া যায়। আমার আশে পাশে অনেক ছোট বড় ভাই ব্রাদার আছে যারা মাসে আরামসে ৬০-৭০ হাজার টাকা ইনকাম করতেছে, ফ্রিল্যানসিং করে।
বর্তমান প্রেক্ষাপটে কোন স্কেলটি শিখলে ভবিষ্যতের জন্য লাভজনক হবে । কারণ বর্তমানে আপনি গ্রাফিক্স ডিজাইন বলেন ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন বলেন,ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং বলেন না কেন এসব সেক্টর প্রায় স্যাচুরেটেড মানে বেশি ট্রেন্ডিং এ আছে আর কম্পিটিশন ও বেশি। আর এই টপিকগুলো যেহেতু ট্রেন্ডিং আছে তাবিজ বিক্রেতারাও এর সুযোগ নিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছেন। বর্তমান যেহেতু AI এর যুগ তাহলে এইসব জবগুলো রিপ্লেস হতে হবে বেশি সময় লাগবে না. তো আপনাদের মতে কোন বিষয়ের উপর স্কিল ডেভেলপ করলে বর্তমান এবং ভবিষ্যতের জন্য উপকারী হবে .
১০ বছর আগে পৃথিবী আর দশ বছর পরের পৃথিবী এক হবে না। তাই বর্তমানে যে কাজটা ট্রেন্ডিংয়ে থাকবে ১০ বছর পরে সেই কাজটা এতটা ট্রেন্ডিংয়ের/ পপুলারিতে থাকবে না। তাছাড়া বর্তমান যুগে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি এতটাই ব্যাপকতা অর্জন করছে ভবিষ্যতে অনলাইনের কাজগুলো আরো কত প্রতিযোগিতায় হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো ভবিষ্যতে কাজে লাগবে সে কাজের স্কিলটা করে রাখতে হবে। আমার জানামতে আমার পার্শ্ববর্তী এলাকাতে একজন এইরকম কাজ করে বহুদিন ধরে কিন্তু আজ পর্যন্ত সে কোন ইনকাম করতে পারে নাই। অবশ্যই এই কাজটা শেখার আগে কারো সাথে ভালো লিংক রাখতে হবে।