Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 18/03/2025, 21:39:58 UTC
আশা করি বুঝছেন। বাইদাওয়ে সবকিছু ইংরেজিতে লিখতে হবে আর নিজের ভাষায় লিখতে হবে। একই রিপোর্ট সকলে করলে স্প্যাম হিসেবে ধরার সম্ভবনা থাকে। নিচে আমি একটি উদাহরণ দিয়ে দিলাম, বোঝার সুবির্ধাতে।


আমার মাথায় তো ভাই এখন অন্য কিছু আসতেছে, আপনাদের আলোচনা দেখার পর আমি তাদের এন্টি ফিশিং ক্যাম্পেইন থ্রেডটি ভিজিট করে আসলাম।
এখন আমার সন্দেহ হইতেছে যে এই ক্যাম্পেইন কতদিন চলবে।
কারন তারা যেই এমাউন্টের পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে আসলেই যদি সেটা দেয় তাহলে ফোরামের মানুষজন আবার এইটারই অপব্যবহার করা স্টার্ট না করে দেয়।

মানে প্রায় আট হাজার ডলারের পুরস্কার পাইতে মানুষ নিজেই ফিশিং ওয়েবসাইট বানিয়ে নিজেই রিপোর্ট করা না শুরু করে দিলে হচ্ছে।