Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 19/03/2025, 06:22:02 UTC
আপনি চাকরিতে ঢুকে এই কথা বলতেছেন, আর আমি না ঢুকেই এই সমস্যা ফেইস করতেছি। এইখানে সবথেকে বড় সমস্যা হলো সময়, কোন দিক দিয়ে যে সময় শেষ হয় টেরই পাইনা। টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছিনা, ফলস্বরূপ আন-প্রোডাকটিভ দিন কাটতেছে।

আমি পার্সোনালি মোশন ডিজাইনিং, ভিডিও ইডিটিং (Adobe After Effects) এর কাজ শেখার ট্রাই করতেছি। তবে পরিস্থিতি এমন এসে দাড়িয়েছে, ১ ঘন্টা যে সময় দিবো ডেইলি এর পেছনে সেটা হয়ে উঠতেছেনা।

আমি প্যাসিভ ইনকামের চিন্তা করে কিছু কাজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সময়ের অভাবে কাজ শিখতে পারিনি। টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে ক্লাস করিনি। আমার সময়ে ভর্তি হওয়া লোকজন মাসে ২-৩ হাজার ডলার অব্দি কামাচ্ছে। আমার সমস্যা হলো আমি সময় পাই না। আপনি যদি কোনো জব না করেন বা কোনো ব্যাবসা না থাকে, তাহলে দিনের মধ্যে ২ ঘন্টা সময় দেন স্কিল ডেভেলপমেন্টে। আমি পারছি না বিভিন্ন কারনে। দোকানে এটা কোনো ভাবেই সম্ভব না। একটু পর পর কাষ্টমার আসে।

বাসার কথা যদি বলি, সেখানে তো বাচ্চা ৫-১০ মিনিট পরেই পিঠে ঘাড়ে উঠে টানাটানি করে। আর একটু পর পর এই কাজে হেল্প, ওই কাজে হেল্প এর প্যাড়া আছেই। আর বাড়িতে থাকলে বাইরের মানুষ এসে খোজে, ওনাদের নানান কাজ করে দেয়ার জন্য।

যাইহোক, বাংলাদেশে কি হঠাৎ করে আরব থেকে তেল বেশি ইম্পোর্ট হচ্ছে নাকি?