Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 20/03/2025, 09:31:32 UTC
কেউ ইচ্ছে করেই এই কাজটা দাড়ি টুপি নিয়ে করতেছে এইরকম একটা কেজ দেখান। বাংলাদেশে এইটা নতুন নয়। অনেক মাদ্রাসায় আমরা এইসব ঘটতে দেখেছি অতীতেও। তাদের রাজনৈতিক পরিচয় কি? বেশিরভাগই জামায়াতের লোক।
আমরা ঘটা করেই বলতে পারবো না জামায়াতের লোক। আপনি জামায়াতের লোকদের দ্বারা কখনো এই রকম হীন কাজ করতে দেখবেন না। জামায়াতের লোক হওয়া এই রকম লোকদের দ্বারা সম্ভব নয়। তাছাড়া এখন আওয়ামীলীগের সকল মানুষই দাঁড়ি টুপি পড়ে জামায়াত শিবিরের, বিএনপি হয়ে গেছে। তাই কোনটি আসল জামায়াত আর কোনটা নকল জামায়াত আইডেন্টিফাই করা মুস্কিল।