Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
DTalk
on 19/03/2025, 22:46:17 UTC
⭐ Merited by Crypto Library (1)
যাইহোক এখন আমি আমার আজকের কথায় আসি আপনাদের মধ্যে কেউ কি এমন কোন সাইট এর নাম বলতে পারবেন যেখানে ব্লক চেইন ডেভেলপমেন্ট এর বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত গাইডলাইন দেওয়া আছে?

আমি আসলে w3school এর মতন কোন ওয়েবসাইট খুজতেছি। কিন্তু কোন ওয়েবসাইট বেটার হবে শেখার জন্য/ জানার জন্য এখনো বুঝতে পারতেছি না।
আপনার জন্য ভালো শুরু হতে পারে এই আর্টিকেল- https://www.geeksforgeeks.org/blockchain/

দেখুন যারা টুপি দাড়ি পড়ে এরকম খারাপ কাজেই জড়িত হতে পারে তাদেরকে আসলে ভাষা নষ্ট করতে চাই না। দেখুন এই মুহূর্তে যারা টুপি-দাড়ি করে এরকম কাজ করবে তাদের অবশ্যই কিছু রাজনৈতিক ফায়দা থাকবে। টুপি দাড়ি পড়ে বলাৎকার করলে অবশ্যই বিশ্ব অঙ্গনে কিছু দৃষ্টি পরিবর্তন হয়ে যায়। একজন যদি টুপি দাড়ি পড়ে বলাৎকার অথবা ধর্ষণের সাথে জড়িত হয়ে পড়ে তাহলে কিছু রাজনীতি কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরকম টুপি দাড়ি পড়ে আরো বেশি বেশি এরকম কাজে জড়িত হওয়ার ঘটনা ঘটবে। তখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ জানতে পারবেন বাংলাদেশে মৌলবাদীরা এরকম খারাপ কাজ করছে। আমার সাজেশন অনুযায়ী যারা টুপি দাড়ি পড়ে এরকম কাজ করবে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করতে হবে এবং জনসম্মুখে বলাৎকার তথা ধর্ষণের বিচার করতে হবে। বিচার করার আগে অবশ্যই রাজনীতির পরিচয় সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে।
কেউ ইচ্ছে করেই এই কাজটা দাড়ি টুপি নিয়ে করতেছে এইরকম একটা কেজ দেখান। বাংলাদেশে এইটা নতুন নয়। অনেক মাদ্রাসায় আমরা এইসব ঘটতে দেখেছি অতীতেও। তাদের রাজনৈতিক পরিচয় কি? বেশিরভাগই জামায়াতের লোক।