Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 02/04/2025, 03:20:46 UTC
এটা নতুন কিছু না। প্রতিবছর এপ্রিল ফুল পানন করা হয় এই ফোরামে। Theymos প্রতি বছর নতুন নতুন আতঙ্কে ফেলে ফোরামের ইউজারদের। তবে যারা ফোরামের পুরাতন ইউজার তারা ঠিকই জানে এগুলা এপ্রিল ফুল। তবে তারা রিসেন্টলি এসেছে ফোরামে তারা গাবরাইয়া যাইতে পারে। গতবছর দেখছি এভাবে এপ্রিল ফুল পালন করতে। কালকে সকালেই দেখবেন সব আগের মত ঠিক হয়ে গেছে। আর দেখেন কারো প্রোফাইল কোনো প্রকার পরিবর্তন হয়নি। শুধুমাএ যখন পোস্ট করতেছে তখন প্রোফাইলে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট ব্যবহার করা হইছে টেম্পোরারি।

হুম সেটাই তো বললাম যে হ্যাক হয় নি ১০০% , অনেকে ভাবছিলো ফোরাম হ্যাক হয়ে গেলো নাকি। এটা যে টেম্পোরারি স্ক্রিপ্ট দিয়ে করা হইছে সেটা আগেই বুঝতে পারছি, কারণ এডমিন প্যানেল হ্যাক হলে কি কি ধরনের পরিবর্তন করা সম্ভব তা একজন প্রোগ্রামার হিসাবে একটু হলেও বুঝি। যাই হোক অবশেষে সব আবার আগের মতো হয়ে গেলো সাথে নটিফিকেশন বটে এপ্রিল ফুল এর ম্যাসেজ পাইলাম।🤪
আজকে পুরো সিস্টেম ঠিক হয়ে গেছে। যার যে পজিশন ডিপজিশন অটোমেটিকভাবে ঠিক হয়ে গেছে। আমি জুনিয়র মেম্বার হয়ে গিয়েছিলাম আমি আবার ফুল মেম্বার হয়ে গেছি। যাহোক ফোরামে এরকম একটু একটু তামাশা না হলে আমাদের মন ভালো থাকবে না। মানুষের মনের জন্য যেমন বিনোদনের প্রয়োজন ঠিক তেমনি ফোরামেরও বিনোদনের প্রয়োজন হয়। এপ্রিল ফুল আমাদের সেই রকম একটি মজার বিনোদন উপহার দিয়েছে। তারা কতটা এডভান্স দেখেন তারা প্রতিনিয়ত নতুন নতুন বৈচিত্র্য নিয়ে এরকম মজা করে থাকে। পুরো এডমিন প্যানেলকে এপ্রিল ফুলের আনন্দ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।