তো ভাইয়েরা কি অবস্থা সবার। ঈদ কেমন কাটলো? এইবার সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে তো ২০১৯ সালের মতো আবার বিতর্ক সৃষ্টি হইছে। ২০১৯ সালে তারা একদিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছিলো যার কারণে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ১ টা রোজা ভঙ্গ হইছিলো। বেশকিছু সোর্সমতে তারা কাফফারা হিসাবে ১.৬ বিলিয়ন রিয়াল প্রদান করে। এবারও চাঁদ দেখা আর ঈদ ঘোষনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হইছে। কি মনে হয় এবারও কি সৌদি আরব ১ দিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছে?
এই তো ভাই আলহামদুলিল্লাহ ঈদ খুবই আনন্দের সাথে কেটেছে, মা বাবা ভাই বোন স্ত্রী নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করেছি।
হ্যাঁ, এই বিষয় নিয়ে আমিও নিউজে দেখলাম, জর্ডান, সিরিয়া, মিশর এই সকল দেশগুলোতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে নাই, তারা আমাদের বাংলাদেশের সাথেই সোমবারে ঈদ উদযাপন করেছে। তাহলে কী আমাদের বাংলাদেশেও একদিন আগে ঈদ উদযাপন করা হলো নাকি? যদি সৌদি আরবের দেওয়া তথ্য ভুল থাকে তাহলে সৌদি আরবে সোমবারে ঈদ হইতো, আর আমাদের তো একদিন পরে হওয়ার কথা। তাইলে আমাদের বাংলাদেশের চাঁদ দেখা দেখা কমিটি তারা তো বলেছিলো চাঁদ দেখা গেছে সোমবারে ঈদ হবে। আর আমি আরও একটি নিউজে দেখেছিলাম সৌদি আরব ২০১১ সালেও ভুল করেছিলো, তারা শনি গ্রহকে চাঁদ ভেবে ঘোষণা দিয়েছিলেন। যেহেতু সৌদি আরব পুর্বেও ভুল করেছিলো, এবারো ভুল হতেও পারে। তবে আমাদের বাংলাদেশীরা যে চাঁদ দেখেছিলো এটা কী ভুল তথ্য ছিলো নাকী? আমার আবার বিশ্বাস হয়না, কারন বাংলাদেশের চাঁদ দেখা কমিটি সৌদি আরবের চাঁদ দেখার উপর নির্ভরশীল।
মানুষের মনের জন্য যেমন বিনোদনের প্রয়োজন ঠিক তেমনি ফোরামেরও বিনোদনের প্রয়োজন হয়। এপ্রিল ফুল আমাদের সেই রকম একটি মজার বিনোদন উপহার দিয়েছে।
ভাই এপ্রিল ফুল মানেই রসিকতা, বোকা বানানো, তাই আমাদের প্রতি বছর এমন সারপ্রাইজ দিয়ে থাকে।