এই তো ভাই আলহামদুলিল্লাহ ঈদ খুবই আনন্দের সাথে কেটেছে, মা বাবা ভাই বোন স্ত্রী নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করেছি।
হ্যাঁ, এই বিষয় নিয়ে আমিও নিউজে দেখলাম, জর্ডান, সিরিয়া, মিশর এই সকল দেশগুলোতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে নাই, তারা আমাদের বাংলাদেশের সাথেই সোমবারে ঈদ উদযাপন করেছে। তাহলে কী আমাদের বাংলাদেশেও একদিন আগে ঈদ উদযাপন করা হলো নাকি? যদি সৌদি আরবের দেওয়া তথ্য ভুল থাকে তাহলে সৌদি আরবে সোমবারে ঈদ হইতো, আর আমাদের তো একদিন পরে হওয়ার কথা। তাইলে আমাদের বাংলাদেশের চাঁদ দেখা দেখা কমিটি তারা তো বলেছিলো চাঁদ দেখা গেছে সোমবারে ঈদ হবে। আর আমি আরও একটি নিউজে দেখেছিলাম সৌদি আরব ২০১১ সালেও ভুল করেছিলো, তারা শনি গ্রহকে চাঁদ ভেবে ঘোষণা দিয়েছিলেন। যেহেতু সৌদি আরব পুর্বেও ভুল করেছিলো, এবারো ভুল হতেও পারে। তবে আমাদের বাংলাদেশীরা যে চাঁদ দেখেছিলো এটা কী ভুল তথ্য ছিলো নাকী? আমার আবার বিশ্বাস হয়না, কারন বাংলাদেশের চাঁদ দেখা কমিটি সৌদি আরবের চাঁদ দেখার উপর নির্ভরশীল।
যাক ভাই শুনে ভালো লাগলো। জীবণে সব আছে শুধু একটা বউ ছাড়া ।😅 ভাবছিল
God Of Thunder এর শালী বিয়ে করে নিজেকে সিঙ্গেল থেকে প্রমোশন দিবো কিন্তু বেচারা আমার সাথে দুই নাম্বারি করলো। 🥺এবারের ঈদ ভালো কাটেনি জীবণে এই প্রথম কোনো ঈদ উদযাপন করলাম নিজের পরিবার থেকে অনেক দুরে থেকে। সৌদি আরব যদি ভুল করে থাকে তবে বাংলাদেশ ভুল করছে ১০০% শিউর। বাংলাদেশের চাঁদ দেখার কমিটির আসলে কাজটা কি? সৌদি আরবকে কপি করাই তো তাদের কাজ। বাংলাদেশে চাঁদ দেখা কমিটির কোনো প্রয়োজন আছে কিনা সেটাই তো ভাবার বিষয়। আমার মতে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির কোনো প্রয়োজনই নাই ।