😅 ভাবছিলাম God Of Thunder এর শালী বিয়ে করে নিজেকে সিঙ্গেল থেকে প্রমোশন দিবো কিন্তু বেচারা আমার সাথে দুই নাম্বারি করলো।
তোমার মতো ফা*কার এর কাছে শালী দেয়া যাবে না। তোমার সানডে একজন, মানডে একজন, এভাবে চলে। আর ছোট যেটা আছে, সেটার মাত্র দাত পড়তেছে। তুমি চাইলে নিয়ে লেখাপড়া করিয়ে বড় করে নিতে পারো। অন্য কারো নজরে পড়ার কোনো চান্স নাই।
ভাবলাম তুমি আরবে গেলে তোমারে দিয়ে একটা বিজনেস শুরু করবো। কিন্তু এমন যায়গায় গেলা, সেখানে তোমারে দিয়ে ক্রিপ্টো রিলেটেড কোনো বিজনেস করানো যাবে না। যদিও একজন আরব ফোরাম মেম্বার বললো যে এখানে এগুলো নিয়ে তেমন কোনো কড়াকড়ি নেই। যদিও ব্যান করা, তবুও এগুলো নিয়ে তেমন কোনো একশন দেখা যায় না।
আস্তাগফিরুল্লাহ ভাই এসব কি বলেন? আরবদেশে কড়াকড়ি নেই এটা সত্যি। আমি নিজে অনেক কে দেখছি ক্রিপ্টো নিয়ে কাজ করে। তব গুগল পে নিয়ে তোমার যেই বিজনেস আইডিয়া সেটা হয়তো অতি শীগ্রয়ই সফল হবে। কারণ গুগলের সাথে সব চুক্তি সম্পন্ন। এখন শুধু কার্যক্রম শুরু হওয়া বাকি। হয়তো কয়েকমাসের মধ্যেই চালু হয়ে যাবে। এমনটা যদি হয় আর আমি এখানে থাকি তবে ইনশাআল্লাহ একটা ভালো প্রফিটেবল বিজনেস করা যাবে। এছাড়াও যা বুঝলাম এখানে ইনভেষ্ট করে ভালো প্রফিটেবল ব্যাবসা বানিজ্য করা যায়।
ভাই এই গরিবদের মাঝে বিজনেস আইডিয়াটা শেয়ার করা যায়? কিভাবে কি বা জাস্ট কনসেপ্ট টা! আর গুগল পে দ্বারা কি মিন করলেন! এই গরিব অল্টকয়েনে বিনিয়োগ করে মারা খেয়ে বসে আছে। পোর্টফলিও ৭০-৮০% নাই

। এখন টোটালি হুশ ফিরছে! ব্যাকআপ সোর্স হিসেবে কিছু একটা দাড় করাতে চাচ্ছি, কারন মার্কেটের যে অবস্খা বর্তমানে তাতে বেশিদিন টিকার মতো পরিস্থিতি থাকবে না!
ভাই লোক! আজকের IDO টা কেউ করছিলেন? মাত্র ৩৭ ডলারের টোকেন পাইছি, তাে আবার লিস্টিং হবার সাথে সাথে ডাম্প খেয়ে ২৫ ডলারে নেমে গেছে। যদিও নাই মামার থেকে কানা মামা ভালো। ফাও ফাও ৩০ মিনিটে +-৩০$ অতোটাও খারাপ না আমার মতে! আপাতত সেল করি নাই, লিকুইডিটি তেমন নাই।