Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 04/04/2025, 19:01:29 UTC
যেই কাজ পুলিশের করার কথা ছিলো সেই কাজ করা লাগছে নিজেদের।
আমার এলাকাতে একজন মেয়ে মারা যায় পানিতে ডুবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেয়েটি গর্ভবতী ছিল এবং কোলে একটি বাচ্চা ছিল যেটা স্বামীর কাছে রেখে বাড়িতে যাওয়ার সময় পানিতে ডুবে মারা যায়। বিভিন্ন জনের বিভিন্ন চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত ট্রিপল নাইনে কল দিলে উল্টো আমাদেরকে নৌকা রেডি করতে বলে। যাহোক এলাকার এক মাঝির নৌকা ভাড়া করে সেই লাশ তোলা এবং পাড়ে নিয়ে আসা সকল দায়িত্ব নৌকার মাঝির সহায়তায় করা হয়।
কিন্তু দুঃখের বিষয় সকাল ৯ টা থেকে একটা পর্যন্ত নৌকা ভাড়া করে মাঝিকে টাকা না দিয়ে পুলিশরা চলে গিয়েছিলাম। সেই টাকা আমার কল দেওয়ার কারনে আমাকে দিতে হয়েছিল। ৫০০ টাকার জরিমানা দিয়েছিলাম পুলিশকে ফোন দেওয়ার কারণে। কয়েকদিন আমাকে ফোন দেওয়ার কারণে সাক্ষী হিসেবে আমার নাম ফোন নম্বর নিয়ে যায় এবং মাঝে মাঝে ফোন দিয়ে সন্দেহভাজন হিসেবে কাউকে সন্দেহ হয় কিনা সেটা জিজ্ঞেস করে।
আমি বারবার বলি পুলিশ স্যার মেয়েটা যা মৃগী রোগী ছিল যার কারণে পানিতে ডুবে মারা যায়। তবুও কয়েকদিন ফোন টোন দিয়ে ডিস্টার্ব করত এবং সন্দেহজনক কাউকে মনে হয় কিনা সেটা জানতে চাই। যা হোক একদিন ফোন দিয়ে আমাকে আশ্বস্ত করলো এই মামলা ডিসমিস হয়ে গেছে কেননা মেয়েটির স্বামী ও বাবা মেয়েটির মৃগী ব্যারাম ছিল থানায় গিয়ে মামলা ডিসমিস করে দেয়। পুলিশ ভাই খুব খারাপ এটা বাংলার জনগণ অনেক আগেই জেনে গেছে।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 04/04/2025, 18:48:18 UTC
যেই কাজ পুলিশের করার কথা ছিলো সেই কাজ করা লাগছে নিজেদের।
আমার এলাকাতে একজন মেয়ে মারা যায় পানিতে ডুবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেয়েটি গর্ভবতী ছিল এবং কোলে একটি বাচ্চা ছিল যেটা স্বামীর কাছে রেখে বাড়িতে যাওয়ার সময় পানিতে ডুবে মারা যায়। বিভিন্ন জনের বিভিন্ন চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত ট্রিপল নাইনে কল দিলে উল্টো আমাদেরকে নৌকা রেডি করতে বলে। যাহোক এলাকার এক মাঝির নৌকা ভাড়া করে সেই লাশ তোলা এবং পাড়ে নিয়ে আসা সকল দায়িত্ব নৌকার মাঝির সহায়তায় করা হয়। কিন্তু দুঃখের বিষয় সকাল ৯ টা থেকে একটা পর্যন্ত নৌকা ভাড়া করে মাঝিকে টাকা না দিয়ে পুলিশরা চলে গিয়েছিলাম। সেই টাকা আমার কল দেওয়ার কারনে আমাকে দিতে হয়েছিল। ৫০০ টাকার জরিমানা দিয়েছিলাম পুলিশকে ফোন দেওয়ার কারণে। কয়েকদিন আমাকে ফোন দেওয়ার কারণে সাক্ষী হিসেবে আমার নাম ফোন নম্বর নিয়ে যায় এবং মাঝে মাঝে ফোন দিয়ে সন্দেহভাজন হিসেবে কাউকে সন্দেহ হয় কিনা সেটা জিজ্ঞেস করে। আমি বারবার বলি পুলিশ স্যার মেয়েটা যা মৃগী রোগী ছিল যার কারণে পানিতে ডুবে মারা যায়। তবুও কয়েকদিন ফোন টোন দিয়ে ডিস্টার্ব করত এবং সন্দেহজনক কাউকে মনে হয় কিনা সেটা জানতে চাই। যা হোক একদিন ফোন দিয়ে আমাকে আশ্বস্ত করলো এই মামলা ডিসমিস হয়ে গেছে কেননা মেয়েটির স্বামী ও বাবা মেয়েটির মৃগী ব্যারাম ছিল থানায় গিয়ে মামলা ডিসমিস করে দেয়। পুলিশ ভাই খুব খারাপ এটা বাংলার জনগণ অনেক আগেই জেনে গেছে।