এই থ্রেডে কি আমরা দেশ ও বিদেশের বর্তমান প্রেক্ষাপট, কিছু গুরুত্বপূর্ণ তথ্য , তথ্য ও পরিবেশের অসংগতি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করতে পারি ? যেখান থেকে আমরা নতুন নতুন অনেক তথ্য জানতে পারলাম আবার পরিবেশে কি ধরনের অসঙ্গতি হচ্ছে সে বিষয়ে মোটামুটি স্বেচ্ছার হতে পারলাম। যেমন ধরুন গ্লোবাল স্ট্রাইকের আওতাভুক্ত সারা পৃথিবীব্যাপী সকল মানুষ কর্মবিরতি পালন করছে,, কিন্তু আমরা অনেকেই জানিনা এই গ্লোবাল স্ট্রাইক জিনিসটা কি।
আজ বিশ্বব্যাপী কর্মবিরতি করা হয়েছে যেখানে গাজাবাসির উপর জেনোসাইড বন্ধ না হলে কর্মবিরতির অব্যাহত থাকবে। তবে খুব দুঃখের বিষয় আমরা মুসলিম বিশ্বে যে সকল দেশগুলোকে আইডল মানি সে সকল দেশগুলো এই ইজরায়েলী জেনোসাইডে চুপ থাকে। তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এই সমস্ত দেশ চুপ করে বসে আছে। আসলে আমাদের মুসলমানদের রক্তে বেঈমানির স্রোত বইছে। আমরা আসলে গাঁজাবাসির আর্তনাদে আমাদের অন্তর কেঁপে উঠে না। আসলে আমরা মুসলমান নামে শুধুমাত্র রয়েছি কিন্তু আমাদের শরীরে বেঈমানির রক্ত বইছে।