এই থ্রেডে কি আমরা দেশ ও বিদেশের বর্তমান প্রেক্ষাপট, কিছু গুরুত্বপূর্ণ তথ্য , তথ্য ও পরিবেশের অসংগতি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করতে পারি ? যেখান থেকে আমরা নতুন নতুন অনেক তথ্য জানতে পারলাম আবার পরিবেশে কি ধরনের অসঙ্গতি হচ্ছে সে বিষয়ে মোটামুটি স্বেচ্ছার হতে পারলাম। যেমন ধরুন গ্লোবাল স্ট্রাইকের আওতাভুক্ত সারা পৃথিবীব্যাপী সকল মানুষ কর্মবিরতি পালন করছে,, কিন্তু আমরা অনেকেই জানিনা এই গ্লোবাল স্ট্রাইক জিনিসটা কি।
যেহেতু আমরা একটা থ্রেডের ভেতরেই সীমাবদ্ধ, তাই যে ব্যাপারেই পোষ্ট করেন না কেনো, এই একই থ্রেড এ পোষ্ট করতে হবে। এখানে আসলে কোনো কিছুই অফ টপিক হিসেবে ধরার কথা না। তবে অনেক সময় পোষ্ট ডিলেট হয়ে যেতে দেখেছি। তাই অন্যান্য যেকোনো ব্যাপারে আলাপ করতে পারলেও, সাধারনত ক্রিপ্টো রিলেটেড আলাপ আলোচনাকেই এখানে প্রাধান্য দেয়া হয়ে থাকে। আপনি চাইলে গ্লোবাল স্ট্রাইক নিয়ে পোষ্ট করতে পারেন।
ফোরামে ফিলিস্তিন ইস্যু নিয়ে তেমন কোনো আলাপ আলোচনা দেখছি না। আমি অলরেডি একজনের সাথে কথা বলেছি, দেখি একটা নন প্রফিট সিগন্যাচার ক্যাম্পেইন করি। আশা করি যারা সিগন্যাচার ক্যাম্পেইনে নাই, তারা সিগন্যাচার টা প্রমোট করবেন।
Free Palestine.