Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BlackHatSojib
on 07/04/2025, 15:56:20 UTC

যেহেতু আমরা একটা থ্রেডের ভেতরেই সীমাবদ্ধ, তাই যে ব্যাপারেই পোষ্ট করেন না কেনো, এই একই থ্রেড এ পোষ্ট করতে হবে। এখানে আসলে কোনো কিছুই অফ টপিক হিসেবে ধরার কথা না। তবে অনেক সময় পোষ্ট ডিলেট হয়ে যেতে দেখেছি। তাই অন্যান্য যেকোনো ব্যাপারে আলাপ করতে পারলেও, সাধারনত ক্রিপ্টো রিলেটেড আলাপ আলোচনাকেই এখানে প্রাধান্য দেয়া হয়ে থাকে। আপনি চাইলে গ্লোবাল স্ট্রাইক নিয়ে পোষ্ট করতে পারেন।

ফোরামে ফিলিস্তিন ইস্যু নিয়ে তেমন কোনো আলাপ আলোচনা দেখছি না। আমি অলরেডি একজনের সাথে কথা বলেছি, দেখি একটা নন প্রফিট সিগন্যাচার ক্যাম্পেইন করি। আশা করি যারা সিগন্যাচার ক্যাম্পেইনে নাই, তারা সিগন্যাচার টা প্রমোট করবেন।

Free Palestine.

বন্ধু আরব দেশের নেতারা এখনো চুপ। সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন ইস্যুতে স্ট্রাইক চলতেছে এর মধ্যে আজকে হিজরাইলের এক মন্ত্রী কে আরব আমিরাতে ব্যাপক রাষ্ট্রীয় সম্মান দেখানো হইছে। এই হলো মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা।

তুমি তো জানোই আমি নিজেও মাসখানেক আগে একটা আরবদেশে আসছি এবং এখনো এখানেই আছি। এই দেশে এখন পর্যন্ত এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতেই দেখলাম না। সবাই আছে আমুদ ফুর্তি আর মেয়ে নিয়ে ব্যাস্ত।

আমাদের এলাকায় আমার সংঘঠনের মাধ্যমে বাজার থেকে সব হিজ্রাইলি পন্য অপসারনের কার্যক্রম ঘোষনা করা হইছে। প্রথমে সবাইকে বোঝানো হবে এর পরেও যারা না মানবে তাদের বিরুদ্ধে আমরা স্থানীয়ভাবে ব্যাবস্থা নিবো।

Free Palestine 🇵🇸
Free Gaza 🇵🇸