Next scheduled rescrape ... never
Version 2
Last scraped
Edited on 14/04/2025, 16:11:15 UTC
Quote
আজ বিশ্বব্যাপী কর্মবিরতি করা হয়েছে যেখানে গাজাবাসির উপর জেনোসাইড বন্ধ না হলে কর্মবিরতির অব্যাহত থাকবে। তবে খুব দুঃখের বিষয় আমরা মুসলিম বিশ্বে যে সকল দেশগুলোকে আইডল মানি সে সকল দেশগুলো এই ইজরায়েলী জেনোসাইডে চুপ থাকে। তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এই সমস্ত দেশ চুপ করে বসে আছে। আসলে আমাদের মুসলমানদের রক্তে বেঈমানির স্রোত বইছে। আমরা আসলে গাঁজাবাসির আর্তনাদে আমাদের অন্তর কেঁপে উঠে না। আসলে আমরা মুসলমান নামে শুধুমাত্র রয়েছি কিন্তু আমাদের শরীরে বেঈমানির রক্ত বইছে।

আমাদের প্রতিবাদ শুধুমাত্র কর্ম বিরতিতে কর্ম পরিধিতে না। আমরা এদিকে কর্ম বিরতি পালন করব শত্রুপক্ষ অপরদিকে কর্মপরিধি বাড়িয়ে বিজয়ের পথ সুগাম করবে।
আমরা কতটা প্রতিবাদ করতে পারি সেটা তো আছিয়া কান্ডের প্রেক্ষাপট থেকেই বোঝা যায়, দুই এক দিন লাফালাফি করবো তৃতীয় দিন নতুন একটি ইস্যুর জন্ম হবে চতুর্থ দিন প্রতিবাদের ভাষা ভুলে যাব।
আমরা তো সবাই কমবেশি মোবাইলে ভিডিও দেখি সেখানে ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ, ক্ষুধার যাতনা, মাতা পিতা হীনতা আল্লাহ কি বিভৎস চিত্র 😭
আমরা মুসলিম হিসেবে লজ্জিত, মুসলিম হিসেবে আমি সত্যিই লজ্জিত।



Quote

বন্ধু আরব দেশের নেতারা এখনো চুপ। সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন ইস্যুতে স্ট্রাইক চলতেছে এর মধ্যে আজকে হিজরাইলের এক মন্ত্রী কে আরব আমিরাতে ব্যাপক রাষ্ট্রীয় সম্মান দেখানো হইছে। এই হলো মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা।

তুমি তো জানোই আমি নিজেও মাসখানেক আগে একটা আরবদেশে আসছি এবং এখনো এখানেই আছি। এই দেশে এখন পর্যন্ত এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতেই দেখলাম না। সবাই আছে আমুদ ফুর্তি আর মেয়ে নিয়ে ব্যাস্ত।

আমাদের এলাকায় আমার সংঘঠনের মাধ্যমে বাজার থেকে সব হিজ্রাইলি পন্য অপসারনের কার্যক্রম ঘোষনা করা হইছে। প্রথমে সবাইকে বোঝানো হবে এর পরেও যারা না মানবে তাদের বিরুদ্ধে আমরা স্থানীয়ভাবে ব্যাবস্থা নিবো।

Free Palestine 🇵🇸
Free Gaza 🇵🇸

নারী আর আরব ,, কেন জানি এই দুইটার মধ্যে একটা অদৃশ্য কুখ্যাত আকর্ষণ শক্তি রয়েছে।
আরব বাসিরা নারী নিয়ে তাদের পুরুষত্ব দেখায়,,, তারা কখনোই ধর্মের জন্য জীবন মরণ বাজি রাখতে পারেনা। আরবরা তেল বিক্রি করবে ,সোনা বিক্রি করবে বিনিময়ে তারা ভেলু লেস ডলার গ্রহণ করবে,, এটা যে কতটা নিরবুদ্ধি তার এইটুকু বোঝার মত কেন তাদের নেই।
যাইহোক আল্লাহ তাদের হেদায়েত দান করুক,, আর আল্লাহ তায়ালা কুদরতি হাতে ফিলিস্তিনের ভাইদের রক্ষা করুক।



Quote

যেহেতু আমরা একটা থ্রেডের ভেতরেই সীমাবদ্ধ, তাই যে ব্যাপারেই পোষ্ট করেন না কেনো, এই একই থ্রেড এ পোষ্ট করতে হবে। এখানে আসলে কোনো কিছুই অফ টপিক হিসেবে ধরার কথা না। তবে অনেক সময় পোষ্ট ডিলেট হয়ে যেতে দেখেছি। তাই অন্যান্য যেকোনো ব্যাপারে আলাপ করতে পারলেও, সাধারনত ক্রিপ্টো রিলেটেড আলাপ আলোচনাকেই এখানে প্রাধান্য দেয়া হয়ে থাকে।

আমি যেহেতু ফোরামে নতুন এ বিষয়ে আপনাদের কাছ থেকে আমার সর্বোচ্চ সহযোগিতা কাম্য। আশা করি এ বিষয়ে আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং সঠিক দিক নির্দশনা প্রদান করবেন।
আর আমি এখানে প্রতিদিন অন্তত দুই থেকে তিনটি করে তথ্য শেয়ার করতে চাই এবং ওই  বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো।
Version 1
Edited on 07/04/2025, 16:41:25 UTC

[/quote]
Quote
আজ বিশ্বব্যাপী কর্মবিরতি করা হয়েছে যেখানে গাজাবাসির উপর জেনোসাইড বন্ধ না হলে কর্মবিরতির অব্যাহত থাকবে। তবে খুব দুঃখের বিষয় আমরা মুসলিম বিশ্বে যে সকল দেশগুলোকে আইডল মানি সে সকল দেশগুলো এই ইজরায়েলী জেনোসাইডে চুপ থাকে। তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এই সমস্ত দেশ চুপ করে বসে আছে। আসলে আমাদের মুসলমানদের রক্তে বেঈমানির স্রোত বইছে। আমরা আসলে গাঁজাবাসির আর্তনাদে আমাদের অন্তর কেঁপে উঠে না। আসলে আমরা মুসলমান নামে শুধুমাত্র রয়েছি কিন্তু আমাদের শরীরে বেঈমানির রক্ত বইছে।
[/quote]


আমাদের প্রতিবাদ শুধুমাত্র কর্ম বিরতিতে কর্ম পরিধিতে না। আমরা এদিকে কর্ম বিরতি পালন করব শত্রুপক্ষ অপরদিকে কর্মপরিধি বাড়িয়ে বিজয়ের পথ সুগাম করবে।
আমরা কতটা প্রতিবাদ করতে পারি সেটা তো আছিয়া কান্ডের প্রেক্ষাপট থেকেই বোঝা যায়, দুই এক দিন লাফালাফি করবো তৃতীয় দিন নতুন একটি ইস্যুর জন্ম হবে চতুর্থ দিন প্রতিবাদের ভাষা ভুলে যাব।
আমরা তো সবাই কমবেশি মোবাইলে ভিডিও দেখি সেখানে ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ, ক্ষুধার যাতনা, মাতা পিতা হীনতা আল্লাহ কি বিভৎস চিত্র 😭
আমরা মুসলিম হিসেবে লজ্জিত, মুসলিম হিসেবে আমি সত্যিই লজ্জিত।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 07/04/2025, 16:11:10 UTC

[/quote]
আজ বিশ্বব্যাপী কর্মবিরতি করা হয়েছে যেখানে গাজাবাসির উপর জেনোসাইড বন্ধ না হলে কর্মবিরতির অব্যাহত থাকবে। তবে খুব দুঃখের বিষয় আমরা মুসলিম বিশ্বে যে সকল দেশগুলোকে আইডল মানি সে সকল দেশগুলো এই ইজরায়েলী জেনোসাইডে চুপ থাকে। তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এই সমস্ত দেশ চুপ করে বসে আছে। আসলে আমাদের মুসলমানদের রক্তে বেঈমানির স্রোত বইছে। আমরা আসলে গাঁজাবাসির আর্তনাদে আমাদের অন্তর কেঁপে উঠে না। আসলে আমরা মুসলমান নামে শুধুমাত্র রয়েছি কিন্তু আমাদের শরীরে বেঈমানির রক্ত বইছে।
[/quote]

আমাদের প্রতিবাদ শুধুমাত্র কর্ম বিরতিতে কর্ম পরিধিতে না। আমরা এদিকে কর্ম বিরতি পালন করব শত্রুপক্ষ অপরদিকে কর্মপরিধি বাড়িয়ে বিজয়ের পথ সুগাম করবে।
আমরা কতটা প্রতিবাদ করতে পারি সেটা তো আছিয়া কান্ডের প্রেক্ষাপট থেকেই বোঝা যায়, দুই এক দিন লাফালাফি করবো তৃতীয় দিন নতুন একটি ইস্যুর জন্ম হবে চতুর্থ দিন প্রতিবাদের ভাষা ভুলে যাব।
আমরা তো সবাই কমবেশি মোবাইলে ভিডিও দেখি সেখানে ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ, ক্ষুধার যাতনা, মাতা পিতা হীনতা আল্লাহ কি বিভৎস চিত্র 😭
আমরা মুসলিম হিসেবে লজ্জিত, মুসলিম হিসেবে আমি সত্যিই লজ্জিত।