Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 07/04/2025, 18:24:40 UTC
আমরা সেই রকম একটি জাতি , কয়েকদিন আগে আছিয়ার জন্য আমরা রাজপথে সোচ্চার ছিলাম কিন্তু দেখেন কই থেকে তরমুজ ওয়ালা এসে আছিয়া ইস্যু খেয়ে দিল। এটাই বাংলাদেশ আজ আমরা একটা বিষয় নিয়ে খুব বেশি লাফালাফি করব আর কি থেকে আর একটা তুচ্ছ ঘটনা এসে গুরুত্বপূর্ণ ঘটনাকে ধামাচাপা দিয়ে দেবে। আপনার কোন কাজই ভালোভাবে ফিনিশ করতে পারবো না। আচ্ছা তরমুজ ওয়ালার মধু মধু কিরে কিরে খুব কি গুরুত্বপূর্ণ ছিল, অথচ এই অর্থহীন কথাটুকুই আছিয়ায গুরুত্বপূর্ণ ইস্যু চাপা দিয়ে দিল।
বাংলাদেশের মানুষের মতো ফালতু মানুষ কোথাও আর আছে কিনা আমার জানা নেই। কাজের বেলায় খবর নাই আছে আজাইরা কামে শুধু লাফালাফি। দেখবেন দুনিয়ার যতো ফালতু জিনিস আছে সেসব জিনিস নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি অনলাইনে। একটা টপিক পাইলে কয়েকদিন এই সেই করে সব উল্টাইয়া ফেলতেছে, কিন্তু দুইদিন পরেই দেখবেন নতুন একটা কিছু পাইলে আগের টপিক ভুলে গেছে সবাই।

কি আর বলবো ভাই মাঝেমাঝে দুঃখ লাগে কেনো যে আল্লাহ এমন একটা ফালতু জায়গায় জন্ম দিলো।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 07/04/2025, 18:19:29 UTC
আমরা সেই রকম একটি জাতি , কয়েকদিন আগে আছিয়ার জন্য আমরা রাজপথে সোচ্চার ছিলাম কিন্তু দেখেন কই থেকে তরমুজ ওয়ালা এসে আছিয়া ইস্যু খেয়ে দিল। এটাই বাংলাদেশ আজ আমরা একটা বিষয় নিয়ে খুব বেশি লাফালাফি করব আর কি থেকে আর একটা তুচ্ছ ঘটনা এসে গুরুত্বপূর্ণ ঘটনাকে ধামাচাপা দিয়ে দেবে। আপনার কোন কাজই ভালোভাবে ফিনিশ করতে পারবো না। আচ্ছা তরমুজ ওয়ালার মধু মধু কিরে কিরে খুব কি গুরুত্বপূর্ণ ছিল, অথচ এই অর্থহীন কথাটুকুই আছিয়ায গুরুত্বপূর্ণ ইস্যু চাপা দিয়ে দিল।
বাংলাদেশের মানুষের মতো ফালতু মানুষ কোথাও আর আছে কিনা আমার জানা নেই। কাজের বেলায় খবর নাই আছে আজাইরা কামে শুধু লাফালাফি। দেখবেন দুনিয়ার যতো ফালতু জিনিস আছে সেসব জিনিস নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি অনলাইনে। একটা টপিক পাইলে কয়েকদিন এই সেই করে সব উল্টাইয়া ফেলতেছে, কিন্তু দুইদিন পরেই দেখবেন নতুন একটা কিছু পাইলে আগের টপিক ভুলে গেছে সবাই।

কি আর বলবো ভাই মাঝেমাঝে দুঃখ লাগে কেনো যে আল্লাহ এমন একটা ফালতু জায়গায় দিলো।