Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bluedrem
on 07/04/2025, 19:00:06 UTC
আমরা সেই রকম একটি জাতি , কয়েকদিন আগে আছিয়ার জন্য আমরা রাজপথে সোচ্চার ছিলাম কিন্তু দেখেন কই থেকে তরমুজ ওয়ালা এসে আছিয়া ইস্যু খেয়ে দিল। এটাই বাংলাদেশ আজ আমরা একটা বিষয় নিয়ে খুব বেশি লাফালাফি করব আর কি থেকে আর একটা তুচ্ছ ঘটনা এসে গুরুত্বপূর্ণ ঘটনাকে ধামাচাপা দিয়ে দেবে। আপনার কোন কাজই ভালোভাবে ফিনিশ করতে পারবো না। আচ্ছা তরমুজ ওয়ালার মধু মধু কিরে কিরে খুব কি গুরুত্বপূর্ণ ছিল, অথচ এই অর্থহীন কথাটুকুই আছিয়ায গুরুত্বপূর্ণ ইস্যু চাপা দিয়ে দিল।
বাংলাদেশের মানুষের মতো ফালতু মানুষ কোথাও আর আছে কিনা আমার জানা নেই। কাজের বেলায় খবর নাই আছে আজাইরা কামে শুধু লাফালাফি। দেখবেন দুনিয়ার যতো ফালতু জিনিস আছে সেসব জিনিস নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি অনলাইনে। একটা টপিক পাইলে কয়েকদিন এই সেই করে সব উল্টাইয়া ফেলতেছে, কিন্তু দুইদিন পরেই দেখবেন নতুন একটা কিছু পাইলে আগের টপিক ভুলে গেছে সবাই।

কি আর বলবো ভাই মাঝেমাঝে দুঃখ লাগে কেনো যে আল্লাহ এমন একটা ফালতু জায়গায় জন্ম দিলো।
আমরাই মনে হয় কম কিসের, আমরা আসলে যার যার জায়গা থেকে সচেতন না,, মনে করেন আজ রাস্তায় একটা অন্যায় দেখলাম অন্যায়টা  দেখে এড়িয়ে গেলাম ভাবলাম আরে অন্যায় করতেছে করুক এটা তো আর আমার গায়ে লাগছে না অহেতুক তাকে শুধরে দিতে গিয়ে কেন দোষের পাল্লায় করবো? এই যে অহেতুক কথাটা যে বললাম এটা কি আসলেই অহেতুক? তাকে শুধরে না দেওয়ার কারণে সে যে অন্যায়টা করলো এটার প্রভাব কি ব্যক্তিগতভাবে কখনো না কখনো আমার উপর পড়বে না? এ বিষয়টার কারণে তাকে কি পরবর্তীতে দ্বিতীয় কোন অন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করবে না?

আসলে আমাদের উচিত যার যার জায়গা থেকে সচেতন হওয়া।