Next scheduled rescrape ... never
Version 2
Last scraped
Edited on 08/04/2025, 05:33:26 UTC

বন্ধু আরব দেশের নেতারা এখনো চুপ। সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন ইস্যুতে স্ট্রাইক চলতেছে এর মধ্যে আজকে হিজরাইলের এক মন্ত্রী কে আরব আমিরাতে ব্যাপক রাষ্ট্রীয় সম্মান দেখানো হইছে। এই হলো মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা।

তুমি তো জানোই আমি নিজেও মাসখানেক আগে একটা আরবদেশে আসছি এবং এখনো এখানেই আছি। এই দেশে এখন পর্যন্ত এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতেই দেখলাম না। সবাই আছে আমুদ ফুর্তি আর মেয়ে নিয়ে ব্যাস্ত।

আমাদের এলাকায় আমার সংঘঠনের মাধ্যমে বাজার থেকে সব হিজ্রাইলি পন্য অপসারনের কার্যক্রম ঘোষনা করা হইছে। প্রথমে সবাইকে বোঝানো হবে এর পরেও যারা না মানবে তাদের বিরুদ্ধে আমরা স্থানীয়ভাবে ব্যাবস্থা নিবো।

Free Palestine 🇵🇸
Free Gaza 🇵🇸
ভাই একটা প্রতিবেদন দেখলাম এক বাংলাদেশী ছেলে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ধরনের নীতিমালার ভিত্তিতে দেশ পরিচালনা করতো। কিন্তু আমাদের মুসলিম উম্মাহর নেতারা মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই দুই নীতিমালা ভূলে গিয়ে নিজেদের গড়ানো নীতিমালার ভিত্তিতে নেতা নির্বাচন করতে লাগলো। ফলে এক এক দেশে একএক নীতিমালার সরকার গঠন করতে আরম্ভ করলো। আগে মহানবীর নীতিমালাতে সকল দেশে একতন্ত্রের নেতা ছিল । একজন নেতা যে নীতিমালার আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন সকল মুসলিম প্রধান দেশে একই নীতিমালা প্রণয়ন হতো। ফলে সকল মুসলিম বিশ্ব একযোগে এক নীতিতে অবিচল থাকতো। তাই মুসলিম বিদ্বেষী দেশগুলো মুসলিম উম্মাহর দেশের প্রতি কুনজর তো দূরের কথা চিন্তা পর্যন্ত করতে পারতো না। কিন্তু মুসলিম দেশগুলোর নেতাদের মারাত্মক এক ভুলের কারণে আমাদের মুসলিম প্রধান দেশগুলোর এই অবস্থা। সাধারণত এক নীতি ভুলে গিয়ে বহু নীতিতে বহু মতবাদে বিভিন্ন সরকার গঠন করার মাধ্যমে আমাদের মুসলিম দেশগুলো খন্ড-বিখন্ড হতে শুরু করে এবং মতের পার্থক্যের কারণে মুসলিম দেশ মুসলিম দেশগুলোর শত্রুতে পরিণত হতে শুরু করল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিধর্মী প্রধান দেশগুলো মুসলিম প্রধান দেশগুলোতে তেল মারতে শুরু করল এবং সাকসেস হতে শুরু করলো। এখন এমন একটি পর্যায়ে এসে পড়েছি যে মুসলিম দেশগুলো বিধর্মী দেশ কর্তৃক আক্রমন হলেও কোন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। ফিলিস্তিনে ইহুদীদের দ্বারা ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে অথচ সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ইত্যাদি দেশগুলো এখন পর্যন্ত নীরব কোন প্রতিক্রিয়া সৃষ্টি করছে না এর কারণ হচ্ছে মুসলিম দেশগুলোতে রাষ্ট্র প্রধানের নীতিমালার ভিন্নতার কারণে এইরকম বিদ্বেষী পররাষ্ট্রনীতি তৈরি হয়েছে। তারা ইচ্ছে করলেও সমবেদনা বা কোন পজেটিভ মন্তব্য অথবা ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। গ্রহণ করলেও সেক্ষেত্রে তাদের রাষ্ট্রের উপর ব্যাপক প্রভাব পড়বে। এমনকি কিছু কিছু মুসলিম প্রধান দেশ ইসরাইলের পক্ষ নিয়েছে বিশেষ করে জর্ডান শতভাগ মুসলিম প্রধান দেশ হয়েও ইসরাইলের পক্ষ পাতিত্ব করছে এক্ষেত্রে অবশ্যই পররাষ্ট্রনীতির ভিন্নতার কারণেই করছে। আবার কিছু দেশ আছে যা ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছে না কেননা সে ক্ষেত্রে যদি কোন পদক্ষেপ গ্রহণ করে তাহলে বৈদেশিক কূটনীতিতে ভিন্নতা সৃষ্টি হবে এমনকি দেশের অভ্যন্তরীণ ভারসাম্য ক্ষতি হবে। তাই বর্তমান এইরকম পরিস্থিতির জন্য আমরা মুসলমানরাই দায়ী কেননা যদি আমরা মহানবী সাল্লাল্লাহু সাল্লাম ও কুরানের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সরকার নীতি গঠন করতাম তাহলে অবশ্যই আমরা সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে এক প্রকারের ঐক্য থাকতো এবং কোন অমুসলিম দেশ আমাদের উপর দৃষ্টি দিতেও সাহস পেত না। কুরআনের কোন একটি সূরায় উল্লেখ করা আছে যখন তোমরা জিহাদ করতে ভুলে যাবে অথবা সাহস হারাবে তখন আল্লাহ তা'আলা অন্য কোন জাতিকে আমাদের উপর চাপিয়ে দেবে। বর্তমান সময়ে এসে এটার বাস্তব উদাহরণ আমরা গাঁজাবাসীর উপর ইসরাইলিদের অত্যাচারের খর্গ চাপিয়ে দেওয়া নমুনা দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন কিছুই করার নেই আমরা আল্লাহ তায়ালার দেখানো পথ কে ভুলে গিয়ে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলেছি। এখন শত শত কোটি বার প্রার্থনা করেন আমাদের হারানো ভুলের মাশুল দিতে পারব না এমনকি আল্লাহ তা'আলা আমাদের ভাগ্যে যে আজাব আছে বা ক্ষতি আছে সেটা অবশ্যই ঘটবে। তবে আল্লাহ তাহলে এটাও বলেছেন শত শত প্রতিকূল পরিস্থিতির পর অবশ্যই ফিলিস্তিন আবারও জীবিত হয়ে উঠবে এবং ইসরাইল ধুলিস্যাৎ হয়ে যাবে এটাও কুরআনে উল্লেখ করা আছে।
Version 1
Scraped on 08/04/2025, 05:08:16 UTC

বন্ধু আরব দেশের নেতারা এখনো চুপ। সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন ইস্যুতে স্ট্রাইক চলতেছে এর মধ্যে আজকে হিজরাইলের এক মন্ত্রী কে আরব আমিরাতে ব্যাপক রাষ্ট্রীয় সম্মান দেখানো হইছে। এই হলো মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা।

তুমি তো জানোই আমি নিজেও মাসখানেক আগে একটা আরবদেশে আসছি এবং এখনো এখানেই আছি। এই দেশে এখন পর্যন্ত এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতেই দেখলাম না। সবাই আছে আমুদ ফুর্তি আর মেয়ে নিয়ে ব্যাস্ত।

আমাদের এলাকায় আমার সংঘঠনের মাধ্যমে বাজার থেকে সব হিজ্রাইলি পন্য অপসারনের কার্যক্রম ঘোষনা করা হইছে। প্রথমে সবাইকে বোঝানো হবে এর পরেও যারা না মানবে তাদের বিরুদ্ধে আমরা স্থানীয়ভাবে ব্যাবস্থা নিবো।

Free Palestine 🇵🇸
Free Gaza 🇵🇸
ভাই একটা প্রতিবেদন দেখলাম এক বাংলাদেশী ছেলে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ধরনের নীতিমালার ভিত্তিতে দেশ পরিচালনা করতো। কিন্তু আমাদের মুসলিম উম্মাহর নেতারা মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই দুই নীতিমালা ভূলে গিয়ে নিজেদের গড়ানো নীতিমালার ভিত্তিতে নেতা নির্বাচন করতে লাগলো। ফলে এক এক দেশে একএক নীতিমালার সরকার গঠন করতে আরম্ভ করলো। আগে মহানবীর নীতিমালাতে সকল দেশে একতন্ত্রের নেতা ছিল । একজন নেতা যে নীতিমালার আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন সকল মুসলিম প্রধান দেশে একই নীতিমালা প্রণয়ন হতো। ফলে সকল মুসলিম বিশ্ব একযোগে এক নীতিতে অবিচল থাকতো। তাই মুসলিম বিদ্বেষী দেশগুলো মুসলিম উম্মাহর দেশের প্রতি কুনজর তো দূরের কথা চিন্তা পর্যন্ত করতে পারতো না। কিন্তু মুসলিম দেশগুলোর নেতাদের মারাত্মক এক ভুলের কারণে আমাদের মুসলিম প্রধান দেশগুলোর এই অবস্থা। সাধারণত এক নীতি ভুলে গিয়ে বহু নীতিতে বহু মতবাদে বিভিন্ন সরকার গঠন করার মাধ্যমে আমাদের মুসলিম দেশগুলো খন্ড-বিখন্ড হতে শুরু করে এবং মতের পার্থক্যের কারণে মুসলিম দেশ মুসলিম দেশগুলোর শত্রুতে পরিণত হতে শুরু করল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিধর্মী প্রধান দেশগুলো মুসলিম প্রধান দেশগুলোতে তেল মারতে শুরু করল এবং সাকসেস হতে শুরু করলো।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 08/04/2025, 05:03:07 UTC

বন্ধু আরব দেশের নেতারা এখনো চুপ। সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন ইস্যুতে স্ট্রাইক চলতেছে এর মধ্যে আজকে হিজরাইলের এক মন্ত্রী কে আরব আমিরাতে ব্যাপক রাষ্ট্রীয় সম্মান দেখানো হইছে। এই হলো মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা।

তুমি তো জানোই আমি নিজেও মাসখানেক আগে একটা আরবদেশে আসছি এবং এখনো এখানেই আছি। এই দেশে এখন পর্যন্ত এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতেই দেখলাম না। সবাই আছে আমুদ ফুর্তি আর মেয়ে নিয়ে ব্যাস্ত।

আমাদের এলাকায় আমার সংঘঠনের মাধ্যমে বাজার থেকে সব হিজ্রাইলি পন্য অপসারনের কার্যক্রম ঘোষনা করা হইছে। প্রথমে সবাইকে বোঝানো হবে এর পরেও যারা না মানবে তাদের বিরুদ্ধে আমরা স্থানীয়ভাবে ব্যাবস্থা নিবো।

Free Palestine 🇵🇸
Free Gaza 🇵🇸
ভাই একটা প্রতিবেদন দেখলাম এক বাংলাদেশী ছেলে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ধরনের নীতিমালার ভিত্তিতে দেশ পরিচালনা করতো। কিন্তু আমাদের মুসলিম উম্মাহর নেতারা মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই দুই নীতিমালা ভূলে গিয়ে নিজেদের গড়ানো নীতিমালার ভিত্তিতে নেতা নির্বাচন করতে লাগলো। ফলে এক এক দেশে একএক নীতিমালার সরকার গঠন করতে আরম্ভ করলো। আগে মহানবীর নীতিমালাতে সকল দেশে একতন্ত্রের নেতা ছিল । একজন নেতা যে নীতিমালার আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন সকল মুসলিম প্রধান দেশে একই নীতিমালা প্রণয়ন হতো। ফলে সকল মুসলিম বিশ্ব একযোগে এক নীতিতে অবিচল থাকতো। তাই মুসলিম বিদ্বেষী দেশগুলো মুসলিম উম্মাহর দেশের প্রতি কুনজর তো দূরের কথা চিন্তা পর্যন্ত করতে পারতো না।