একজন সিঙ্গেল গ্রাহককে আই মিন রুটলেভেলের একজন গ্রাহককে স্টারর্লিং ব্যবহারের জন্য মাসে ১২০ ডলার খরচ করতে হবে?
দাম এখনো নির্ধারন করা হয় নি। তবে আনুমানিক ১২০ ডলার হতে পারে। এর চেয়ে বেশীও হতে পারে। যাইহোক স্টারলিংক বাংলাদেশে আসছে এটা আনন্দের বিষয়। বাংলাদেশে ইন্টারনেট এর এক নতুন দিগন্তের সূচনা হয়েছে স্টারলিংকের মাধ্যমে। বিশেষকরে যারা ফ্রীল্যান্সার আছে তাদের জন্য স্টারলিংক বেশ লাভজনক হবে। হোম ইউজারদের মধ্যে কতটুকু সাড়া ফেলতে পারবে জানিনা তবে কর্পোরেট গ্রাহকদের মাঝে স্টারলিংক ব্যাপক সাড়া ফেলবে আশা করি।
বিষয়টা বুঝলাম না ১২০ ডলার প্রতি পারসন নাকি ১২০ ডলার প্রতি এই একটি করে টার্মিনালে। যদি প্রত্যেক জন লোক আলাদা আলাদা ভাবে ১২০ ডলার করে পরিশোধ করতে হয় তাহলে কেউ স্টার্লিংক ব্যবহার করবে না। যেমন আমার বাড়িতে সাতজন সদস্য আছে এবং সেখানে সবাই মোবাইল ফোন ইউজ করে এখন যদি প্রত্যেক জনকে ১২০ ডলার করে অর্থাৎ 840 ডলার পরিশোধ করতে হবে নাকি ১২০ ডলার দিয়ে সবাই চলা যাবে। নাকি একটি কন্ট্রোল সিস্টেমে ১২০ ডলার দিয়ে সারা মাস চলা যাবে?