Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BlackHatSojib
on 09/04/2025, 23:32:20 UTC
বিষয়টা বুঝলাম না ১২০ ডলার প্রতি পারসন নাকি ১২০ ডলার প্রতি এই একটি করে টার্মিনালে। যদি প্রত্যেক জন লোক আলাদা আলাদা ভাবে ১২০ ডলার করে পরিশোধ করতে হয় তাহলে কেউ স্টার্লিংক ব্যবহার করবে না। যেমন আমার বাড়িতে সাতজন সদস্য আছে এবং সেখানে সবাই মোবাইল ফোন ইউজ করে এখন যদি প্রত্যেক জনকে ১২০ ডলার করে অর্থাৎ 840 ডলার পরিশোধ করতে হবে নাকি ১২০ ডলার দিয়ে সবাই চলা যাবে। নাকি একটি কন্ট্রোল সিস্টেমে ১২০ ডলার দিয়ে সারা মাস চলা যাবে?
জনপ্রতি ১২০ ডলার না। একটি ডিভাইসে মাসিক প্যাকেজ ১২০ বা অন্য প্রাইসের হবে। প্রাইস অনুযায়ী স্পীড দেওয়া থাকবে প্রতি প্যাকেজে। একটি ডিভাইসে নির্দিষ্ট পরিমানে ইউজার কানেক্ট হতে পারবে যারা সবাই নির্ধারিত স্পীড ভাগাভাগি করে চালাতে পারবে।