জনপ্রতি ১২০ ডলার না। একটি ডিভাইসে মাসিক প্যাকেজ ১২০ বা অন্য প্রাইসের হবে। প্রাইস অনুযায়ী স্পীড দেওয়া থাকবে প্রতি প্যাকেজে। একটি ডিভাইসে নির্দিষ্ট পরিমানে ইউজার কানেক্ট হতে পারবে যারা সবাই নির্ধারিত স্পীড ভাগাভাগি করে চালাতে পারবে।
ভাই যে প্রাইসের কথা বললেন, তাতে আমার মতো গরীব লোকদের জন্য না, এই ব্যয়বহুল স্টারলিংক বড়লোকদের জন্য, আমার জন্য ৫০০-৬০০ টাকার এমবির প্যাকেজ যথেষ্ট। আর ওয়াইফাইতে ৫০০ টাকা+ফোনে ৫০০ টোটাল ১০০০ টাকা হলেই এক মাস চলে যায়। আপনি ১২০ ডলারের কথা বলেছেন, যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫k মতো হবে, এত টাকা খরচ করার চেয়ে না করাই ভালো। এখন যাদের অনেক টাকা রাখার যায়গা নেই, তারা স্টারলিংক আনতে পারেন।
আর এইটা সম্পর্কে যদি ধারনা থাকে, তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, এখন এটা তো ওয়াইফাই এর মতোই হবে? যদি তাই হয় কতটুকু দূরত্ব পর্যন্ত সার্ভিস পাওয়া যাবে?