Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 10/04/2025, 10:34:37 UTC
ভাই যে প্রাইসের কথা বললেন, তাতে আমার মতো গরীব লোকদের জন্য না, এই ব্যয়বহুল স্টারলিংক বড়লোকদের জন্য, আমার জন্য ৫০০-৬০০ টাকার এমবির প্যাকেজ যথেষ্ট। আর ওয়াইফাইতে ৫০০ টাকা+ফোনে ৫০০ টোটাল ১০০০ টাকা হলেই এক মাস চলে যায়। আপনি ১২০ ডলারের কথা বলেছেন, যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫k মতো হবে, এত টাকা খরচ করার চেয়ে না করাই ভালো। এখন যাদের অনেক টাকা রাখার যায়গা নেই, তারা স্টারলিংক আনতে পারেন।

আর এইটা সম্পর্কে যদি ধারনা থাকে, তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, এখন এটা তো ওয়াইফাই এর মতোই হবে? যদি তাই হয় কতটুকু দূরত্ব পর্যন্ত সার্ভিস পাওয়া যাবে?

এটা ওয়াইফাই এর মতোই নির্দিষ্ট একটা দুরত্ব পর্যন্ত কানেকশন পাওয়া যাবে। তবে এটা সেটাপ করা যাবে যেকোনো জায়গায়, দুর্গম অঞ্চল যেখানে ফাইবার কানেকশন নেওয়া সম্ভব না সেখানেও এটা সেটাপ করা যাবে।


ওরে আল্লাহ,, আমার দেশের গরিবলিংক চালিয়েই মাঝে মধ্যে বিল বাদ থাকে সংযোগ অফ হয়ে গেলে তারপরে ফোন দিয়ে সংযোগ পুনরায় চালু করতে হয়। আর স্টারলিংক এর কিট কিনতে যদি ৭০/ ৮০ হাজার টাকা খরচ হয় আর মাস ি বিল যদি ১২ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে কয়েকদিনের মধ্যে বাড়িঘর জমি জমা বিক্রি করে দিয়ে স্টারলিংকের নেটের খরচ দিতে হবে। এখানে অনেকেই বলাবলি ও লেখালেখি দেখে মনে হল আসলেই কি সত্য কিন্তু একটু নেটে সার্চ দিয়ে দেখি আজকে পরীক্ষামূলকভাবে ট্রায়ালিং দিয়েছিল। এবং যদি ভবিষ্যতের সংযোগ দেওয়া হয় তাহলে সর্বনিম্ন ১০ হাজার টাকার নিচে আসবে না। আমার এলাকাতে ৫০০ টাকায় যে সংযোগটা আছে এটাই আমাদের জন্য ভালো বরং আমরা যা কাজ করি এই কাজটাই এই নেটওয়ার্কই যথেষ্ট। স্টারলিংকের সংযোগের প্রয়োজন নাই। আমার গরিবলিংক আমার জন্য বেটার।
ভাই ৫০০ টাকার গ্রাহক মুলত তাদের টার্গেট না। তাদের মেইন টার্গেট হলো কর্পোরেট গ্রাহকরা। আমার জানামতে এমন হাজারো মানুষ আছে যারা ষ্টারলিংক লুফে নিবে। বিশেষ করে বিভিন্ন ফ্রীল্যান্সার এজেন্সি, আইটি ফার্ম তারাই হলো স্টারলিংক এর মূল টার্গেট।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 10/04/2025, 10:29:34 UTC
ভাই যে প্রাইসের কথা বললেন, তাতে আমার মতো গরীব লোকদের জন্য না, এই ব্যয়বহুল স্টারলিংক বড়লোকদের জন্য, আমার জন্য ৫০০-৬০০ টাকার এমবির প্যাকেজ যথেষ্ট। আর ওয়াইফাইতে ৫০০ টাকা+ফোনে ৫০০ টোটাল ১০০০ টাকা হলেই এক মাস চলে যায়। আপনি ১২০ ডলারের কথা বলেছেন, যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫k মতো হবে, এত টাকা খরচ করার চেয়ে না করাই ভালো। এখন যাদের অনেক টাকা রাখার যায়গা নেই, তারা স্টারলিংক আনতে পারেন।

আর এইটা সম্পর্কে যদি ধারনা থাকে, তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, এখন এটা তো ওয়াইফাই এর মতোই হবে? যদি তাই হয় কতটুকু দূরত্ব পর্যন্ত সার্ভিস পাওয়া যাবে?

এটা ওয়াইফাই এর মতোই নির্দিষ্ট একটা দুরত্ব পর্যন্ত কানেকশন পাওয়া যাবে। তবে এটা সেটাপ করা যাবে যেকোনো জায়গায়, দুর্গম অঞ্চল যেখানে ফাইবার কানেকশন নেওয়া সম্ভব না সেখানেও এটা সেটাপ করা যাবে।