এটাই তো আমার মত স্বতন্ত্র গ্রাহক তাদের কেনই বা প্রয়োজন হবে। আমার মাসিক বেতনের সমান টাকা লাগবে প্রতিমাস। তবে এটা তাদের জন্যই যারা কোটি কোটি টাকা ইনকাম করে। হবে এটা বাংলাদেশে সেই রকম বিজনেস প্রতিষ্ঠা করতে পারবে। আচ্ছা আমি যদি একটা এলাকায় এই রকম টাকা পয়সা খরচ করে স্টারলিংক কীট কিনে আমার এলাকাতে সংযোগ দেওয়ার সিস্টেম আছে কী? আসলে একটা স্টারলিংক কীট থেকে একাধিক সংযোগ দেওয়া সম্ভব কিনা?
ভাই মাসিক বেতন
্ের সমান টাকা প্রতি মাসে লাগবে বলে নিজেকে গরীব বুঝাইতে চাইলেন নাকি? এই ফোরামে যারা আছে সবাই বড়োলোক 😜। যদিও এই ব্যাপারে আমি বিস্তারিত স্টাডি করিনি তবে আমার মনে হয় একটা কিট থেকে একাধিক সংযোগ দেওয়া সম্ভব হবেনা, কারণ তারা বিজনেস করতে আসছে ছাপড়িগিরি করতে আসেনি। যদিও এরকম কিছু সম্ভব ও হয় তবুও হোম ইউজারদের জন্য হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যারা বর্তমানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসা ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট এর ব্যাবসা করতেছে হয়তো তাদের জন্য এরকম কোনো সিস্টেম রাখতে পারে যে সাবমেরিন ক্যাবল ছাড়া সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট লিংক আপ করার যাবে।