Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 10/04/2025, 17:32:07 UTC
ভাই আমার মনে হয় স্টার্লিং হোম ডিস্ট্রিবিউশন এর জন্য নয়,, এটি মূলত যে সকল অঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়, বড় বড় আইটি সেকশন, বড় বড় কোম্পানি যাদের ইন্টারনেট স্পিড অনেক বেশি প্রয়োজন হয় তাদের টার্গেট করে আনা হচ্ছে।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসতাছে যে এইতো বেশি আগে আসো তারপর বোঝা যাবে কি হয় না হয়। তবে আস্তে আস্তে মনে হয় গ্রাহক সেবার দিকেও এগিয়ে আসবে। কারণ শুধু বড় বড় কোম্পানিগুলোর সাথে যদি বিজনেস করে তাহলে খুব বেশি লাভ করতে পারবে না। পরিশেষে সর্বশেষ গ্রাহক সেবার দিকে আসবে এবং আমরা মনে হয় খুব ভালোভাবে ব্যবহার করতে পারব। শেষ পর্যন্ত অপেক্ষা করতেছি দেখা যাক কি হয় কোন দিকে মুভ করে।
ভাই পরিশেষে গ্রাহক সেবার দিকে আসবে মানে ? যদি স্টারলিংক চালানোর মতো এবিলিটি আপনার থাকে তাহলে আপনিও এটি চালাতে পারবেন। এটি শুধুমাত্র বড় বড় অফিসকে টার্গেট করে আনা হচ্ছে না যার সামর্থ্য থাকবে এটার খরচ বহন করার তারাই এই সংযোগ নিতে পারবে। সংযোগ বলতে শুধুমাত্র আপনাকে কিছু ডিভাইস কিনতে হবে আর সেগুলো সেটআপ করলে আপনি সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল পাবেন। আপনাকে শুধুমাত্র প্রতি মাসে সাবস্ক্রিপশন কিনতে হবে। এটার সংযোগ নিতে আহামরি খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। শুধুমাত্র প্রয়োজন হবে মোটা টাকা। আপনি যেখানে মাত্র ৫০০-২০০০ টাকার মধ্যে উচ্চগতির ওয়াইফাই কানেকশন নিতে পারতেছেন যদিও এটি গুলোকে উচ্চ গতি বলা যায় না নামে শুধুমাত্র উচ্চ গতি থাকে ব্যান্ড উইথ এর ক্ষেত্রে না। তবে স্টার্লিংক সংযোগের জন্য প্রথমে দামি ডিভাইস কিনতে হবে দ্বিতীয়তঃ আপনাকে প্রতিমাসে ৫০০০-১০০০০ টাকা বা তার থেকেও বেশি সাবস্ক্রিপশনের জন্য খরচ করা লাগতে পারে। যদি এই সামর্থ্য আপনার থাকে তাহলে আপনি যেকোনো সময় স্টারলিংক সংযোগ নিয়ে ব্যবহার করতে পারবেন যখন বাংলাদেশে এটি অফিসিয়ালি যাত্রা শুরু করবে
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 10/04/2025, 17:26:46 UTC
ভাই আমার মনে হয় স্টার্লিং হোম ডিস্ট্রিবিউশন এর জন্য নয়,, এটি মূলত যে সকল অঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়, বড় বড় আইটি সেকশন, বড় বড় কোম্পানি যাদের ইন্টারনেট স্পিড অনেক বেশি প্রয়োজন হয় তাদের টার্গেট করে আনা হচ্ছে।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসতাছে যে এইতো বেশি আগে আসো তারপর বোঝা যাবে কি হয় না হয়। তবে আস্তে আস্তে মনে হয় গ্রাহক সেবার দিকেও এগিয়ে আসবে। কারণ শুধু বড় বড় কোম্পানিগুলোর সাথে যদি বিজনেস করে তাহলে খুব বেশি লাভ করতে পারবে না। পরিশেষে সর্বশেষ গ্রাহক সেবার দিকে আসবে এবং আমরা মনে হয় খুব ভালোভাবে ব্যবহার করতে পারব। শেষ পর্যন্ত অপেক্ষা করতেছি দেখা যাক কি হয় কোন দিকে মুভ করে।
ভাই গ্রাহক সেবার দিকে আসবে মানে ? যদি স্টারলিংক চালানোর মতো এবিলিটি আপনার থাকে তাহলে আপনিও এটি চালাতে পারবেন। এটি শুধুমাত্র বড় বড় অফিসকে টার্গেট করে আনা হচ্ছে না যার সামর্থ্য থাকবে এটার খরচ বহন করার তারাই এই সংযোগ নিতে পারবে। সংযোগ বলতে শুধুমাত্র আপনাকে কিছু ডিভাইস কিনতে হবে আর সেগুলো সেটআপ করলে আপনি সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল পাবেন। আপনাকে শুধুমাত্র প্রতি মাসে সাবস্ক্রিপশন কিনতে হবে। এটার সংযোগ নিতে আহামরি খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। শুধুমাত্র প্রয়োজন হবে মোটা টাকা। আপনি যেখানে মাত্র ৫০০-২০০০ টাকার মধ্যে উচ্চগতির ওয়াইফাই কানেকশন নিতে পারতেছেন যদিও এটি গুলোকে উচ্চ গতি বলা যায় না নামে শুধুমাত্র উচ্চ গতি থাকে ব্যান্ড উইথ এর ক্ষেত্রে না। তবে স্টার্লিংক সংযোগের জন্য প্রথমে দামি ডিভাইস কিনতে হবে দ্বিতীয়তঃ আপনাকে প্রতিমাসে ৫০০০-১০০০০ টাকা বা তার থেকেও বেশি সাবস্ক্রিপশনের জন্য খরচ করা লাগতে পারে। যদি এই সামর্থ্য আপনার থাকে তাহলে আপনি যেকোনো সময় স্টারলিংক সংযোগ নিয়ে ব্যবহার করতে পারবেন।