Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 18/04/2025, 09:18:30 UTC
শেষ বলে কিছু নাই অফিসিয়ালি কার্যক্রম শুরু হলেই যে কেউ এটা ব্যাবহার করতে পারবে। হুজুগে বাঙালি ভাঙা ঘরে বসে দাম নির্ধারণ করে ফেলতেছে। এটার দাম এবং মাসিক ফী কতো হবে এখনো অফিসিয়ালি কিছু জানা যায় নি। এক এক দেশে এক এক প্রাইস। ইতালির মতো দেশে ২৯ ডলার মাসিক ফী। যাই হোক অফিসিয়ালি ঘোষনা আসার আগে আপাতত কিছু বলা যায় না।
ইতালির মত একটি উন্নত দেশে যদি ২৯ ডলার মাসিক হয় তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে অবশ্যই 29 ডলারের চেয়ে কম হবে কিন্তু বেশি হবে না। অনেকেই বলছে আপাতত ১২০ ডলারের মত খরচ হবে কিন্তু আসলে ১২০ ডলার ম্যাক্সিমাম ইউজারদের জন্য অনেকটাই কষ্ট হবে। আর যারা ছোট ছোট ইউজার রয়েছে তারা এই নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করার সাহস পাবে না। তাই অবশ্যই কোম্পানি আমাদের দেশের সার্বিক অবস্থা বিচার করে মাসিক সাবস্ক্রাইব ফি অবশ্যই কম হবে।
আপাতত ভাই ওয়েট করেন, তারা অফিশিয়ালি কার্যক্রম শুরু করলে হয়তো আমাদের নিকট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।

তাছাড়া আপাতত যদি মনের শান্তি নিতে চান তাহলে স্টার্লিং এর অফিসিয়াল সাইট ভিজিট করে দেখতে পারেন কোন প্যাকেজের মূল্য কত।
তাদের বেশিদিন-শিয়াল প্যাকেজ দেখাচ্ছে আনলিমিটেড ইন্টারনেট ৭৫ ডলার  প্রতি মাসে।
এবং সেই সাথে তাদের Roam প্যাকেজ রয়েছে যেখানে আপনি 50 GB Roam Data ৫০ ডলার পার  মাস এবং অন্যদিকে আনলিমিটেড আনলিমিটেড রোম ডাটা ৯৬ ডলার প্রতি মাসে পাবেন।
এখন মনের শান্তি নেওয়া হইলে, আপাতত আমাদের বসে থাকা ছাড়া আর কোন উপায় নাই কারণ   star link এখনো অফিশিয়ালি লাঞ্চ হয়নি.

Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 11/04/2025, 09:18:17 UTC
শেষ বলে কিছু নাই অফিসিয়ালি কার্যক্রম শুরু হলেই যে কেউ এটা ব্যাবহার করতে পারবে। হুজুগে বাঙালি ভাঙা ঘরে বসে দাম নির্ধারণ করে ফেলতেছে। এটার দাম এবং মাসিক ফী কতো হবে এখনো অফিসিয়ালি কিছু জানা যায় নি। এক এক দেশে এক এক প্রাইস। ইতালির মতো দেশে ২৯ ডলার মাসিক ফী। যাই হোক অফিসিয়ালি ঘোষনা আসার আগে আপাতত কিছু বলা যায় না।
ইতালির মত একটি উন্নত দেশে যদি ২৯ ডলার মাসিক হয় তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে অবশ্যই 29 ডলারের চেয়ে কম হবে কিন্তু বেশি হবে না। অনেকেই বলছে আপাতত ১২০ ডলারের মত খরচ হবে কিন্তু আসলে ১২০ ডলার ম্যাক্সিমাম ইউজারদের জন্য অনেকটাই কষ্ট হবে। আর যারা ছোট ছোট ইউজার রয়েছে তারা এই নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করার সাহস পাবে না। তাই অবশ্যই কোম্পানি আমাদের দেশের সার্বিক অবস্থা বিচার করে মাসিক সাবস্ক্রাইব ফি অবশ্যই কম হবে।
আপাতত ভাই ওয়েট করেন, তারা অফিশিয়ালি কার্যক্রম শুরু করলে হয়তো আমাদের নিকট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।

তাছাড়া আপাতত যদি মনের শান্তি নিতে চান তাহলে স্টার্লিং এর অফিসিয়াল সাইট ভিজিট করে দেখতে পারেন কোন প্যাকেজের মূল্য কত।
তাদের বেশিদিন-শিয়াল প্যাকেজ দেখাচ্ছে আনলিমিটেড ইন্টারনেট ৭৫ ডলার  প্রতি মাসে।
এবং সেই সাথে তাদের Roam প্যাকেজ রয়েছে যেখানে আপনি 50 GB Roam Data ৫০ ডলার পার  মাস এবং অন্যদিকে আনলিমিটেড আনলিমিটেড রোম ডাটা ৯৬ ডলার প্রতি মাসে পাবেন।
এখন মনের শান্তি নেওয়া হইলে, আপাতত আমাদের বসে থাকা ছাড়া আর কোন উপায় নাই কারণ   star link এখনো অফিশিয়ালি লাঞ্চ হয়নি.