ভাই আপনারা কেউ কি কুকয়েন ইউজ করেন? করলে কেউ একটু হেল্প করেন। আমি আজকে পিটুপিতে ডলার সেল করতে গিয়ে একটু ভেজালে পড়ছি। এখানে কোনো লোকাল মারচেন্টের অফার খুঁজে পাচ্ছিনা। সব বিদেশি বায়ার দেখায়। বুঝলামনা কি হলো। পেমেন্ট মেথডে বিকাশ নগদ করা, তাহলে এরকম কেন দেখাচ্ছে। দুই দিন আগে নতুন ফোন কিনছি, সেখানে গিয়ে লগিনে এই ভেজাল পাইলাম। সার্চ অপশনেও বিকাশ নগদের নাম দেখা মিলতেছে না। লোকেশন রিলেটেড কোনো সমস্যা নাকি? লোকেশন চেন্জেরও তো কোনো অপশন পাইলাম না...

আপনি সেখানে USD সিলেক্ট করে রাখছেন। ওটা চেঞ্জ করে BDT করুন তাহলেই শুধুমাত্র বাংলাদেশের মার্চেন্ট খুঁজে পাবেন।
আপনাদের কাছে একটা বিষয় জানার জন্য এই পোস্টটি করলাম।
একচুয়ালি আমার বাসায় Link3 এর লাইন চালাই। 30mbps 1275 টাকা করে প্রতি মাসে। অন্যদিকে দেখতে পাচ্ছি AmberIT 20mbps মাত্র 650 টাকা এবং 35mbps মাত্র 800 টাকা। এখানে আপনারা কি কেউ এমবারাইটি ইউজ করেন? আর এই এমবার আইটি সার্ভিস কি রকম দেয়? ইদানিং Link3 প্রচুর ঝামেলা করতেছে ৩০ mbps হওয়া সত্বেও খুব একটা ভাল সার্ভিস পাচ্ছি না এখন। এই মুহূর্তে আমি চাচ্ছি এমবার আইটিতে যাইতে। 35mbps মাত্র 800 টাকা। যদি কেউ এখানে এমবারিটি ব্যবহার করে থাকেন তাহলে একটু সার্ভিসটা নিয়ে বলবেন কি রকম সার্ভিস পাচ্ছেন আপনারা।
Amber IT ISP টা ভালো। এরা ডেডিকেটেড আইপি প্রোভাইড করে থাকে। আমরা মূলত ইউজ করে থাকি শেয়ার আইপি। শেয়ার্ড আইপি যে সমস্যা হচ্ছে পিক টাইম এ এদের স্পিড এবং লেটেনসি দুটোই কমে যায়। যদিও বা ডেডিকেটেড আইপি এর প্যাকেজ এর দাম তুলনা মূলক বেশি। ফ্রিল্যান্সার রা মূলত ডেডিকেটেড আইপি বেশি ব্যবহার করে।